শিক্ষকদের পেনশন মিলবে সহজেই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবার এই নিয়মকেই অনেকটা শিথিল করা হল।

শিক্ষক দিবসে শিক্ষকদের অবসরকালীন ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষকদের পেনশন পাওয়ার বিষয়টি আরও সরলীকরণ করলেন মন্ত্রী। পূর্ববর্তী নিয়মানুযায়ী কোনও শিক্ষকের কর্মজীবনের মেয়াদ ১০ বছর পূর্ণ হলে কিংবা তার থেকে ছ-মাস কম হলে তখনই তাঁরা পেনশন পাওয়ার যোগ্য হন। কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করত না। ফলে তাঁদের আদালতে চক্কর কাটতে হত। এবার এই নিয়মকেই অনেকটা শিথিল করা হল।

এবার থেকে যাঁরা ১০ বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে তাঁদের পেনশনের জন্য আদালতে যেতে হবে না। এবার থেকে শিক্ষাবিভাগ নিজেই সেই ঘাটতি মার্জনা করে যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেবে।

অন্যদিকে, রাজ্যের সব বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভাব-অভিযোগ শোনার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল শিক্ষা দফতর। ৯০৮৮৮-৮৫৫৪৪ এই নম্বরে অভিযোগ জানানো যাবে। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ পেলে সেই কমিটির সদস্যরা অভিযোগ খতিয়ে দেখবেন।











Previous articleসোমে আর জি কর মামলার সুপ্রিম-শুনানি
Next articleরাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ল, ক্ষতিপূরণের টাকা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে