হাওড়া ময়দান (Howrah Maidan) কিংবা হাওড়া স্টেশন থেকে সহজে এসপ্ল্যানেড (Esplanade) পৌঁছতে এখন বেশিরভাগ মানুষ ভরসা করেন গ্রিন লাইন মেট্রোর উপর। তবে এবার এই রুটের মেট্রো সূচিতে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যস্ত সময় ছাড়া দিনের অন্যান্য সময়ে দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান বাড়ছে। সমস্যার মুখে পড়তে চলেছেন মেট্রোযাত্রীরা। আগামী সোমবার থেকে সকাল ৭টা থেকে ৯টা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং রাত ৮টা থেকে ৯টা ৫৫ মিনিট— এই সময়ে হাওড়া ময়দান – এসপ্ল্যানেড মেট্রো পরিষেবার (আপ ও ডাউন) মধ্যে সময়ের ব্যবধান আগের তুলনায় বাড়বে।

চলতি বছরের মার্চ মাস থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটছে। বর্তমানে এই শাখায় প্রতি দিন আপ-ডাউন মিলিয়ে ১৩০টি পরিষেবা চলে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান, দু’দিক থেকেই প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৭টায়, শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে পরীক্ষামূলকভাবে রবিবারেও পরিষেবা চালু হয়েছে। এর মাঝেই ছন্দপতন।জরুরি ভিত্তিক সংস্কারের কাজের জন্যই পরিষেবার সময়ের ব্যবধান কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ঠিক কত মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়।
