মহিলাদের উপর আক্রমণে ফের কাঠগড়ায় BJP। বাগদার নতুনপাড়া এলাকায় টাকা ফেরৎ চাওয়ায় মহিলার জামা-কাপড় ছিঁড়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর দিদিও। ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন আহত ২ মহিলা।
অন্যদিকে সিন্দ্রানি অঞ্চল তৃণমূল (TMC) সভাপতি সৌমেন ঘোষ (Soumen Ghosh) বলেন, “ওই মহিলারাও ওঁকে ভোট দিয়ে জিতিয়েছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিচ্ছে না। টাকা চেয়েছিল তাই বেধড়ক মারধর করে। ওর দিদি-বোনকেও মারধর করে। এটাই বিজেপির কালচার। অসহায় বিধবা মহিলা এখন পুলিশের দ্বারস্থ।”
