Wednesday, December 17, 2025

বাহ্ স্বস্তিকা! উৎসবে ‘না’ বলে নিজের ছবির প্রচার, এটাই প্রতিবাদ!

Date:

Share post:

আমার শিল্প রুজি, আর তোমার শিল্প উৎসব! আমারটা শিল্পের প্রয়োজনে-ভালো ছবি দেখানোর প্রয়োজনে, আর তোমারটা উৎসব! এ কেমন প্রতিবাদের রাস্তা দেখাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay)? নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে বড় করে উৎসব বলা ভালো দুর্গোৎসব পালন না করার বার্তা দিয়েছেন তিনি। অথচ সেই একই পেজে দুর্গাপুজোয় নিজের ছবি ‘টেক্কা’ রিলিজ করার খবর দিয়েছেন। শুধু তাই নয়, রয়েছে ছবি দেখার অনুরোধও। তার মানে দুর্গাপুজোর সময় মাতৃ আরাধনা করলে সেটা উৎসব, অথচ ফিল্ম দেখে হুল্লোড় করাটা উৎসব নয়! এই বার্তাই কি দিতে চাইছেন সমাজ সচেতন অভিনেত্রী স্বস্তিকা? ফিল্মের সঙ্গে জড়িত যাঁরা তাঁদেরও যেমন রোজগার জড়িয়ে থাকে একটা ছবি ঘিরে, তেমন পুজোর সঙ্গে জড়িয়ে থাকে লাখো প্রান্তিক মানুষের রুজি। পুজোতে সামিল না হওয়ার বার্তা দেওয়া মানে সেই হতদরিদ্র মানুষের পেতে লাথি মারার আহ্বান জানানো। একটা একটা নিকৃষ্ট অপরাধ-অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আরও একটা অন্যায় জন্ম নিচ্ছে না কি?

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Madical College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে, বিচারের দাবিতে গর্জে উঠেছে বাংলা-সহ সারাদেশ। আপামর ভারতবাসী চাইছেন সঠিক দ্রুত বিচার। সেই দাবিতে সামিল সেলেবরাও। টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথম থেকেই এই প্রতিবাদে আছেন। অবশ্য যে কোনও প্রতিবাদেই তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা নেন। সেটা বাংলাদেশের ঘটনা হোক বা কলকাতা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখলে থেকেছেন, রাস্তাদখলে থেকেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে প্রতিবাদী পোস্টারে। এর মাঝেই কিছুদিন আগে আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে তাঁর অভিনীত ছবি ‘টেক্কা’-র পোস্টার দিয়ে পোস্ট করেছেন স্বস্তিকা। লিখেছেন,

*“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….”

এবার পুজোয় দেখা হচ্ছে #Tekka-র সাথে!*

এতে কোন সমস্যা নেই। প্রতিবাদ প্রতিবাদের মতো চলবে কিন্তু জীবন তো থেমে থাকবে না। আর তার জন্য প্রয়োজন রুজি রোজগার। নিজের ছবি দেখার আবেদন ফিল্মের নায়িকা করবেন এটাই তো স্বাভাবিক। এই সবটা ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করে সোমবার স্বস্তিকা বিভিন্ন প্রতিবাদের মাঝখানে আরেকটি পোস্ট করলেন,

“উৎসবে ফিরছি না”

কেন? যে পুজোর সঙ্গে লাখো প্রান্তিক মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে, তাকে বয়কটের কারণ কী? যে মানুষগুলো সারাবছর এই পুজোটার দিকে তাকিয়ে থাকে, এই কদিনের রোজগারে সারা বছর চালাবেন, সন্তানরা দুটো ভালো-মন্দ খাবে, পরিবারের সবার অন্তত একটা হলেও নতুন বস্ত্র হবে, পরিবারের মুখে একটু হাসি ফুটবে- তাঁদের সেই আনন্দে কেন বাধা? সিনেমা দেখতে গেলে উৎসব হয় না? চলচ্চিত্র (Cinema) শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আয় করবেন- সেটা ভালো কথা, বাংলা ছবির প্রসার তো সবাই চায়- তা বলে গ্রামের ঢাকির ছেলে পাঁচটা দিন ভালো মন্দ খাবে না? প্যান্ডেলে বাঁশের কাজ করা যুবকের পুজোয় একটা নতুন টি-শার্ট হবে না? আলোকসজ্জা করেন যে শিল্পীরা তাঁদের জীবনে এতোটুকু আলো ফুটবে না? উৎসব বয়কট করা মানে কি প্রান্তিক মানুষের পেটে লাথি মেরে নিজেদের রোজগারটা ঠিক রাখা? নিজেদের অবস্থান স্পষ্ট না করলে এই ধোঁয়াশা কিন্তু স্বস্তিকার মতো অনেক মানুষদের ঘিরেই তৈরি হবে।


spot_img

Related articles

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...