Tuesday, August 26, 2025

‘অরাজনৈতিক’ ডাক্তার মঞ্চে বিজেপি নেত্রী পামেলা কেন? নাম না করেই নিশানা কুণালের 

Date:

স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ নাকি ‘অরাজনৈতিক’ মঞ্চ। কিন্তু হাল্কা হলুদ রঙয়ের পোশাক পরা মহিলাকে দেখে তো আর চিকিৎসক মনে হচ্ছে না। তাহলে কে তিনি? বুধবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন। এরপরই একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন তিনি। “এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন, না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।” ছবি দেখে অবশ্য বুঝতে বাকি ছিল না যে এই মহিলা মাদক পাচারের অভিযোগ গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। তথাকথিত ‘অরাজনৈতিক’ বলে দাবি করা প্রতিবাদী মঞ্চে তাঁর উপস্থিতিতে ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ্য নিয়েও এবার সন্দিহান সমাজমাধ্যমের একাংশ।

কুণাল তাঁর প্রথম পোস্টে অবশ্য পামেলার নাম বা তাঁর কোনও কার্যকলাপের কথা উল্লেখ করেননি। কিন্তু বিজেপি নেত্রী নিজে থেকেই সাফাই গাইতে শুরু করেন যে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম এবং সুপ্রিম কোর্টও তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়ার পরেই তিনি নাকি চিকিৎসকদের প্রতিবাদে সামিল হয়েছেন। এরপর পদ্মনেত্রী নিজের কিছু ছবি এক হ্যান্ডেলে পোস্ট করতেই এক হাত নেন কুণাল। লেখেন, “বিজেপি নেত্রী, একদা মাদক-কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!” জুনিয়র চিকিৎসকরা যতই তাদের আন্দোলনে কোন পতাকা বা রং নেই বলে দাবি করুন না কেন আসলে যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করতেই বিরোধীরা এই আন্দোলনকে সমর্থন এবং উস্কানি দিচ্ছে তা বারবারই স্পষ্ট হয়ে উঠছে। মাদক কাণ্ডে একদা গ্রেফতার হওয়া বিজেপি নেত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ঠিক কীসের যোগাযোগ তা নিয়ে পরিষ্কার কোনও উত্তর দিতে পারেননি জাস্টিসের দাবিতে আন্দোলনরত ডাক্তারবাবুরা।


Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version