Thursday, August 28, 2025

আনোয়ার নিয়ে বড় আপডেট, ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

আনোয়ার আলি ইস্যুতে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।গতকাল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলি নিজে। সেই আবেদনের এদিন রায় দিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আনোয়ারের ওপর ফেডারেশনের শাস্তির সিদ্ধান্ত কার্যকর থাকবে না। এছাড়াও প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। এই রায়ের শনিবার ফের শুনানি।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের দাবি ছিল, ফেডারেশনের পক্ষ থেকে যে শাস্তির কথা জানিয়েছে, সেখানে ঠিক কী কারণে এত বড় শাস্তি পাচ্ছেন আনোয়ার তা বলা নেই। কোর্টে এআইএফএফ-এর আইনজীবীও সে কথা মেনে নেন বলে সূত্রের খবর। আর সেই কারণেই ব্যানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, একটা রায় দিলে সেটা কীসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই জানাতে হয়। এক্ষেত্রে সেটা হয়নি। পাশাপাশি একজন ফুটবলারের কেরিয়ারের প্রশ্ন তুলেও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।

গত মঙ্গলবারই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় চার মাস ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলিকে নির্বাসিত করা হয়েছে। এছাড়াও ১২ কোটি ৯০ লক্ষ্য টাকা ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলিকে জরিমানা করা হয়, যেটা মোহনবাগান ক্লাবের হাতে তুলে দিতে বলা হয়। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবের ওপর দুই উইন্ডোর জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনে নিষাধাজ্ঞার নির্দেশও দেওয়া হয়। আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে চুক্তি ভঙ্গ এবং তাতে দুই ক্লাবের জড়িত থাকার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়।

এদিকে হাইকোর্টের নির্দেশের পরেই ট্যুইট করে এই স্থগিতাদেশের কথা জানান দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ। সেই ট্যুইট এখন ভাইরাল।

আরও পড়ুন- রোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version