বিজেপিশাসিত রাজ্যে মহিলা নির্যাতনের অভিযোগ মিলছে নিত্যদিন। এবার BJP যুক্ত জোট সরকার পরিচালিত বিহারে গণধর্ষণের চেষ্টা হয় বেসরকারি হাসপাতালের নার্সকে (Nurse)। অভিযোগ, এক চিকিৎসক মত্ত অবস্থায় দুই সঙ্গীকে নিয়ে চড়াও হন ওই নার্সের উপর। নিজেকে বাঁচাতে নিরুপায় হয়ে ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সমস্তিপুরের এক চিকিৎসা কেন্দ্রে ৷
পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পাণ্ডে জানান, নার্সের ফোন পেয়েই তাঁরা পুলিশের একটি দলকে ওই হাসপাতালে পাঠান। অভিযুক্ত ডাক্তার-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় যৌন হেনস্থার অভিযোগের পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে মদ নিষেধের আইনেও অভিযোগ আনা হবে বলে জানান ডেপুটি সুপার সঞ্জয় কুমার।