আইএসএল-এর অভিযান পর্বেই ধাক্কা মহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম ম্যাচে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারে আন্দ্রে চেরনিশভের দল। নর্থইস্টের হয়ে একমাত্র গোলটি করেন আলাউদ্দিন আজরায়ি।

সোমবার আইএসএল-এ আবির্ভাব হল মহামেডানের। কিশোরভারতী স্টেডিয়ামে ইতিহাস গড়ল সাদা-কালো ব্রিগেড। তবে শুরুতেই ধাক্কা খেল চেরনিশভের দল। তবে গোল এল একেবারে শেষ মুহুর্তে। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ২০২৪ ডুরান্ড চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর থেকেই রক্ষণ জমাট রেখে আক্রমণে ঝাপায় দু’দল। ৯ মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে নর্থইস্টই। তবে পালটা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দল। শুরুতে অ্যালেক্সিস গোমেজের বাঁ পায়ের শট বাইরে যায়। পাল্টা দেয় নর্থইস্ট। এবার সুযোগ নষ্ট করেন পার্থিব গগৈ। নর্থইস্টের জিতিল পর পর দু’টি সুযোগ পেলেও গোল করতে পারেননি। তবে ম্যাচের ৬০ মিনিটের পর থেকেই একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে মহামেডান ডিফেন্সে। সাদাকালো ডিফেন্ডার এবং গোলকিপারের মরিয়া তৎপরতায় বদলায়নি স্কোরবোর্ড। তবে শেষ পর্যন্ত গোলের দরজা বন্ধ করে রাখতে পারেনি। যার ফলে অতিরিক্ত সময় ৯৪ মিনিটের মাথায় আলাউদ্দিন আজরায়ির গোলমুখী শটে পরাস্ত হন মহামেডান গোলকিপার।

আরও পড়ুন- ভারতের সামনে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে শাকিব, ছুঁতে পারেন কপিল দেবকে
