Monday, August 25, 2025

‘নামী-দামী’ আইনজীবী ইন্দিরার খরচ দিচ্ছে কে? ‘স্বচ্ছতা’ বজায়ে জানাবেন কি জুনিয়র ডাক্তাররা!

Date:

স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং, দুপক্ষের ভিডিওগ্রাফির দাবি জানাচ্ছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার, ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। সেখানে তাঁদের হয়ে মামলা লড়বেন ‘নামী-দামী’ বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jaising)। স্বচ্ছতার দাবি জানানো আন্দোলনকারীরা কী জানাবেন, এই আইনজীবীর খরচ কে দিচ্ছে? কারণ, সুপ্রিম কোর্টে একদিন হাজির হতে প্রায় ২০ লক্ষ টাকা ফি নেন। জুনিয়র ডাক্তাররা যদি এর জন্য চাঁদা তোলেন- তাহলে সেটাও প্রকাশ্যে আনুন- উঠছে দাবি। একই সঙ্গে মামলা নিয়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের যে একটি দল দিল্লি গিয়েছে, তাদের বিমানভাড়াই বা এলো কোথা থেকে? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।সম্প্রতি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটি অডিও ভাইরাল হয় (ভাইরাল অডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। যেখানে শোনা যায়, তাঁরা বলেছেন যে আইনি লড়াইয়ের টাকা নেই তাঁদের। এমনকী আইনজীবী নিয়োগের টাকা কোথা থেকে আসবে তা নিয়েও চিন্তায় তাঁরা। এই পরিস্থিতিতে হঠাৎ ইন্দিরা জয়সিংয়ের মতো একজন আইনজীবীকে কীভাবে নিয়োগ করলেন জুনিয়র ডাক্তাররা! শুধু ইন্দিরারই একদিন কোর্টে হাজির হয়ে মামলা লড়ার ফি না কি প্রায় ১৫ লক্ষ টাকা। তাঁর জুনিয়র-সহ টিম মিলিয়ে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ লক্ষ টাকা মতো। এই টাকা কোথা থেকে এলো? বারবার স্বচ্ছতার দাবি তোলা আন্দোলনকারীদের এই বিষয়েও স্বচ্ছতা বজায় রাখা দরকার। যদি এই টাকা তাঁরা চাঁদা তুলে জোগাড় করেন, তাহলে সেই বিষয়টিও সামনে আনুন। কারা দিলেন টাকা? সেই টাকা নগদে এসেছে না ব্যাঙ্কের মাধ্যমে- সব বিষয়েই স্পষ্ট হওয়া দরকার বলে মনে করা হচ্ছে। কারণ, প্রথম থেকেই স্বচ্ছতা ও সব কিছু প্রকাশ্যে আনার দাবি জুনিয়র ডাক্তাররাই করছেন।এখানেই খরচের শেষ নয়। মামলা নিয়ে আলোচনা করতে, আইনজীবী নিয়োগ করতে দিল্লি উড়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের একটি দল। রাজধানী থেকে সাংবাদিক বৈঠকও করেন তাঁরা। আর জি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট (Supreme Court) যে প্রশ্নগুলি তুলেছিল, কার্যত সেগুলিই তুলে ধরে সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে ফের শুনানির আগে সেই প্রশ্নের উত্তর দাবি করে তারা। কিন্তু এই আসা-যাওয়ার খরচ তাঁদের কে দিল? সেই বিষয়ে একটি শব্দও খরচ করেননি সব কিছু প্রকাশ্যে আনার দাবি করা চিকিৎসকরা!গত সোমবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে শীর্ষ আদালতে (Supreme Court) লড়েছিলেন আইনজীবী গীতা লুথরা। মঙ্গলবার, সেই জায়গায় সওয়াল করবেন ইন্দিরাকে। সূত্রের খবর, বারবার বৈঠক এড়িয়ে, মাসাধিক কাল কর্মবিরতিতে থেকে এবং সুপ্রিম নির্দেশ না মেনে তাঁরা যে ব্যাকফুটে সেটা ভালোই উপলব্ধি হয়েছে জুনিয়র চিকিৎসকদের। সেই কারণেই আইনজীবী বদলে হালে পানি পেতে চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

সুপ্রিম কোর্টে দুঁদে আইনজীবীদের মধ্যে একজন ইন্দিরা জয়সিং। অনেক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। সুপ্রিম কোর্টের শুনানি যাতে ‘সরাসরি সম্প্রচার’ জন্য আদালতের কাছে এই ইন্দিরাই প্রথম আবেদন করেন। এখন যে শীর্ষ আদালতের বেশ কিছু মামলার শুনানির ‘লাইভ স্ট্রিমিং’ হয়, সেটা তাঁর উদ্যোগেই। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে রবিবারই ইন্দিরা জয়সিংএর নাম প্রকাশ্যে আসে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাত জানান, আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে তাঁরা নিয়োগ করেছেন। তিনিই মঙ্গলবার তাঁদের হয়ে সওয়াল করবেন। কিন্তু এই ইন্দিরার ফি কোথা থেকে আসছে? স্পষ্ট করেননি আন্দোলনের মুখ অনিকেত। বৈঠকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা জুনিয়র চিকিৎসকরা নিজেদের লড়াইয়ের রসদ নিয়ে স্বচ্ছতা রাখছেন কি- উঠছে প্রশ্ন।










Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version