শতবর্ষে মল্লিক বাড়ির দুর্গাপুজো, আড়ম্বরে কাটছাঁট রঞ্জিত-কোয়েলদের!

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পটুয়াপাড়ায় চলছে শেষ মুহূর্তের তুলির টান। বড় বড় পুজো মন্ডপে রাত জেগে কাজ করছেন শিল্পীরা। কিন্তু কোথাও যেন আনন্দের জৌলুসে খানিকটা ভাটা পড়েছে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে মন ভাল নেই উৎসব প্রিয় বাঙালির। এই তালিকায় রয়েছে ভবানীপুরের মল্লিক পরিবারের সদস্যরাও। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ির পুজো এ বছর শতবর্ষে পদার্পণ করতে চলেছে। বছরের গোড়া থেকেই উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু গত এক মাসে পরিস্থিতি অনেকটা বদলে গেছে বলেই মনে করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ঐতিহ্যবাহী পুজোর আয়োজনে কোনও খামতি থাকবে না, কিন্তু অন্যান্য বারের মতো এ বছর হয়তো চেনা আড়ম্বরের দেখা মিলবে না কোয়েলের বাড়ির পুজোয়।

আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। প্রকৃতি আগমনীর আগমনের বার্তা দিলেও কলকাতার আর জিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় অনেকটাই স্তিমিত এবারের পুজোর আনন্দ। মল্লিক বাড়ির কন্যা কোনদিনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক মন্তব্য করেননি। “জাস্টিস ফর আর জি কর” স্লোগানের ভিড়েও কোয়েলকে বিশেষ কোনও পোস্ট বা পদক্ষেপ করতে দেখা যায়নি। বরাবরই বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসেন টলিউডের ‘মিতিন মাসি’। নিজের বাড়ির শতবর্ষের পুজো তাই আলাদা একটা উন্মাদনা তো আছেই। কোয়েল বলেন, , “এবার পরিস্থিতি এমন যে, যতটা আনন্দ করব ভেবেছিলাম, তা হবে না। মন থেকে সেই আনন্দ আসছে না। তবে পুজো করব নিশ্চয়। কারণ, ১০০ বছরটা তো বারবার আসবে না। আমাদের অনেক আত্মীয়রা আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকেন। তাঁদের টিকিট কাটা হয়ে গেছে। তাঁরা আগে থেকেই ভেবেছিলেন এবছর আসবেন। তাই তাঁরাও আসছেন। এবারের পুজোটা হয়তো আমরা বেশিরভাগটাই প্রাইভেট রাখারই চেষ্টা করব। শুধু পরিবারের মধ্যে থাকবে।” তাহলে কি এবছর মল্লিক বাড়ির পুজোতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকছে? এই উত্তর অবশ্য মেলেনি। এবারের পূজোয় কোয়েলের কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই ষষ্ঠী থেকে দশমী পরিবার আর প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে চান টলিউড অভিনেত্রী।

Previous articleকেন্দ্রীয় মন্ত্রীর উস্কানি, খুনের হুমকি রাহুলকে! থানায় কংগ্রেস
Next articleবাংলাদেশকে সমীহ করে রীতিমতো সতর্ক গম্ভীর