Monday, November 3, 2025

কেন্দ্রীয় মন্ত্রীর উস্কানি, খুনের হুমকি রাহুলকে! থানায় কংগ্রেস

Date:

কেন্দ্রীয় মন্ত্রীর প্ররোচনায় খুনের হুমকি। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) খুনের হুমকিতে উস্কানি দিয়ে রাজধানীর রাজনৈতিক পারদ চড়ালেন রবনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। খুন-দাঙ্গার রাজনীতি করে কেন্দ্রের ক্ষমতা দখল করা বিজেপির নেতাদের প্রকৃত চেহারা ফাঁস করলেন এবার মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী। তবে শুধু কেন্দ্রীয় মন্ত্রী না, বিট্টুর উস্কানিতে এবার বিজেপি ও শরিক দলের নেতারা রীতিমত রাহুল গান্ধীকে খুনের হুমকি দিতে শুরু করলেন। বুধবার এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কংগ্রেস নেতা অজয় মাকেন (Ajay Maken) দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে শিব সেনার শিণ্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বলেন, “যে রাহুলের জিভ কেটে আনতে পারবে তাঁকে ১১ লক্ষ টাকা দেব।” আমেরিকায় গিয়ে রাহুল গান্ধীর ‘সংরক্ষণ’ সংক্রান্ত মন্তব্যের পালটা আক্রমণ করতে গিয়েই এমন কথা বলেন। তাঁর বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ।

অন্যদিকে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুর বিরুদ্ধেও কংগ্রেসের অভিযোগ, “গত ১৫ সেপ্টেম্বর তিনি রাহুলকে ‘পয়লা নম্বরের জঙ্গি’ বলেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি তথা এনডিএ (NDA) নেতারা রাহুলের বিরুদ্ধে উসকানি দিতেই ইচ্ছাকৃত এই ধরনের মন্তব্য করছেন।

বিজেপি তথা এনডিএ নেতাদের এহেন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে কংগ্রেস। ভারতীয় যুব কংগ্রেস সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu) এবং অন্যান্য বিজেপি নেতাদের রাহুল গান্ধী সম্পর্কে তাদের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে নামে দিল্লির রাস্তায়। দিল্লি হাইকোর্টেও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কংগ্রেসের তরফ থেকে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version