Wednesday, November 12, 2025

কোপার ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন মেসি, বিস্ফোরক স্বীকারোক্তি সেই রেফারির

Date:

কোপা আমেরিকা কাপ ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। হ্যাঁ ঠিকই শুনছেন। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ সেই রেফারিই। তিনি স্বীকার করে নেন, জার্সির লোভে কোপা সেমিফাইনালের মতো ম্যাচে মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি। যদিও এই ঘটনা ২০০৭ সালের। ২০০৭ সালের কোপা আমেরিকা সেমিফাইনালের। সেই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলেছিল নীল-সাদার দল। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা।

সেই ম্যাচ নিয়ে সম্প্রতি রেফারি কার্লোস চান্দিয়া এক সাক্ষাৎকারে জানান, ওই ম্যাচে মেসিকে ইচ্ছা করে হলুদ কার্ড দেখাননি । হলুদ কার্ড না দেওয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার পেয়েছিলেন তিনি। এই নিয়ে রেফারি চান্দিয়া বলেন, “ ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করে ফেললেন মেসি। সেসময় মেক্সিকোর জন্য অবশ্য গোল করার মতো সুযোগ ছিল না। তাই আমি তাকে বললাম, এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ। তবে সেটা আমি দেব না। বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে। আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না। তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল। স্কোরলাইন ছিল ৩-০। ওই সময় মেসিকে হলুদ কার্ড দেখালে কোপা ফাইনালে খেলার সুযোগ পেত না লিও। ”

চান্দিয়া জানিয়েছেন, মাঠে হলুদ কার্ড না দেখানোর পুরস্কার স্বরূপ মেসির থেকে জার্সি উপহার পেয়েছি। মেসি মাঠেই জার্সি দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি মাঠে না নিয়ে ড্রেসিং রুমে গিয়ে নেই। তবে সেবার আর্জেন্তিনা ফাইনালে উঠলেও কোপা জয় হয়নি তাদের ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version