Sunday, November 16, 2025

কোপার ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন মেসি, বিস্ফোরক স্বীকারোক্তি সেই রেফারির

Date:

কোপা আমেরিকা কাপ ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। হ্যাঁ ঠিকই শুনছেন। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ সেই রেফারিই। তিনি স্বীকার করে নেন, জার্সির লোভে কোপা সেমিফাইনালের মতো ম্যাচে মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি। যদিও এই ঘটনা ২০০৭ সালের। ২০০৭ সালের কোপা আমেরিকা সেমিফাইনালের। সেই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলেছিল নীল-সাদার দল। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা।

সেই ম্যাচ নিয়ে সম্প্রতি রেফারি কার্লোস চান্দিয়া এক সাক্ষাৎকারে জানান, ওই ম্যাচে মেসিকে ইচ্ছা করে হলুদ কার্ড দেখাননি । হলুদ কার্ড না দেওয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার পেয়েছিলেন তিনি। এই নিয়ে রেফারি চান্দিয়া বলেন, “ ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করে ফেললেন মেসি। সেসময় মেক্সিকোর জন্য অবশ্য গোল করার মতো সুযোগ ছিল না। তাই আমি তাকে বললাম, এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ। তবে সেটা আমি দেব না। বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে। আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না। তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল। স্কোরলাইন ছিল ৩-০। ওই সময় মেসিকে হলুদ কার্ড দেখালে কোপা ফাইনালে খেলার সুযোগ পেত না লিও। ”

চান্দিয়া জানিয়েছেন, মাঠে হলুদ কার্ড না দেখানোর পুরস্কার স্বরূপ মেসির থেকে জার্সি উপহার পেয়েছি। মেসি মাঠেই জার্সি দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি মাঠে না নিয়ে ড্রেসিং রুমে গিয়ে নেই। তবে সেবার আর্জেন্তিনা ফাইনালে উঠলেও কোপা জয় হয়নি তাদের ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version