Thursday, August 28, 2025

আগামিকাল আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হারের মুখ দেখেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হাতছাড়া হয় লাল-হলুদের। তবে সেই নিয়ে আর ভাবছেন না কুয়াদ্রাত। বরং ম্যাচে পুরো পয়েন্ট চাইছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন সেকথা।

সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন,” আমরা তিন পয়েন্টের জন্যই লড়াই করতে নামব। এখানে এসেছি তিন পয়েন্টের জন্যই। ভাল ফুটবল খেলতেও চাই। আমরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছি। প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলাম। শেষের দিকে একটা সহজ সুযোগ পেয়েছিলাম। ম্যাচে প্রতিপক্ষের থেকে বেশি সুযোগ পেয়েছি। তবে মরশুমের শুরুতে এরকম সমস্যা হওয়া স্বাভাবিক। সব দলই নিজেদের সেরা একাদশ বাছার চেষ্টা করছে। আমরা কঠোর অনুশীলন করছি। খেলোয়াড়দের মানসিকতা দেখে ভাল লাগছে। রবিবার আমাদের কাছে তিন পয়েন্ট পাওয়ার আরও একটা সুযোগ।”

গতকালই প্লেয়ার স্টেটাস কমিটি ছাড়পত্র পেয়ে যান আনোয়ার আলি। নির্দেশ দেয় রবিবার আনোয়ার আলির খেলতে সমস্যা নেই। তবে তাঁকে কি প্রথম একাদশে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, “দেখা যাক। আমরা সেরা প্রথম একাদশই নামাব।”

এদিকে দলবদল করেছেন লাল-হলুদের নতুন বিদেশি দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কেরালা ব্লাস্টার্স ছেড়ে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গল-এ। পুরনো ক্লাবের বিরুদ্ধে ম্যাচ। যদিও এই নিয়ে ভাবছেন না দিমিত্রিয়স। তিনি বলেন,” আবার কেরলে ফিরলাম। শেষ দু’বছর খুব ভাল কেটেছে। তবে এখন নতুন দল, নতুন ক্লাবে রয়েছি। তাদের হয়ে ট্রফি জয়ের চেষ্টা করব। তিন পয়েন্ট নিয়েই ফিরতে চাই। কেরল আমাকে খুব ভাল ভাবে রেখেছিল। তবে এখন সে সব অতীত। নতুন দলকে ম্যাচ জেতাতে চাই।”

আরও পড়ুন-বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন পন্থ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version