Saturday, August 23, 2025

পুজো মানেই বাঙালির খাওয়া-দাওয়া, আড্ডা আর পুজোর গান। একসময় পুজোয় অ্যালবাম রিলিজ হওয়া ছিল একটা রিচুয়াল (ritual)। তবে এখনও মাঝে মাঝে সেই রীতি বজায় থাকতে দেখা যায়। যেমন রবিবার নন্দন তিন-এ প্রকাশিত হল ‘তুমি জাগবে বলে’ এই পুজোর অ্যালবাম (music album)। এখানে রয়েছে তিনটি গান। আর এই তিনটে গানের পরতে পরতে চমক। প্রথম চমক অ্যালবামটির গানগুলি লিখেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুটি গানের সুরও দিয়েছেন তিনি। আর একটি গানের সুর দিয়েছেন সাংবাদিক-গায়ক গৌতম ব্রহ্ম। আরও একটি চমক রয়েছে। সেটি হল তিনটি গানের মধ্যে দুটি গান চিত্রায়িত হয়েছে AI-এর মাধ্যমে। এই প্রথম কোনও বাংলা ভিডিও অ্যালবাম (video album) হল AI দিয়ে। আর এই অ্যালবামের গান গেয়েছেন সাংবাদিক তথা সংগীতশিল্পী অভিজিৎ ঘোষ। সব মিলিয়ে চমকে ভরা ভিডিও অ্যালবাম প্রকাশ হল এদিন।

প্রথম গান ‘facebook’ গেয়েছেন রূপঙ্কর-শিউলি। পরের গান ‘বেলা বোস’ গেয়েছেন অভিজিৎ-শিউলি। ‘তুমি জাগবে বলে’ গেয়েছেন তপমিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), ব্রাত্য বসু (Bratya Basu), বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, ‘কসমিক হরমোনি’র কর্ণধার সুমন চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, কুণাল এত ব্যস্ততার মধ্যেও কখন ও ভার্চুয়ালে (virtual), কখনও ফেসবুকে (Facebook), কখনও ইউটিউবে (Youtube) আছে, কখন ‘জগোবাংলা’র অফিস থেকে সাংবাদিকতা বৈঠক করছে। কখন মেদিনীপুরে গিয়ে বন্যা দেখছে। কখনও মিডিয়ায়। সেই সঙ্গে উপন্যাস লেখা, গল্প লেখা, তিনটে কাগজ সামলানো। প্রতিদিনের মতো এরকম একটা নামকরা কাগজের দায়িত্ব পালন করা- ভাবা যায় না। এরপরেই রসিক ব্রাত্য বলেন, কুণাল যে এরকম প্রেমের গান লিখতে পারে সেটা আগে জানা ছিল না। অ্যালবামে মধ্যবয়সী প্রেম থেকে পরকীয়ার আভাস- সব নিয়েই রসিকতা করেন ব্রাত্য। বলেন, পুরুষ সমাজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। পুজোয় প্রেম হোক, আরও প্রেম হোক শরৎকাল এসে গেছে কাশফুল ফুটছে। এবং আমরা যাঁরা মধ্যবয়সী মানুষ তাঁদের প্রতিনিধি হয়ে কুণাল ঘোষ আমার বন্ধু যে কাজটা করলেন তার জন্য ধন্যবাদ।

ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেন, আমি প্রথমেই বলি যে এই গানগুলির পিছনে যাঁরা রয়েছেন, টেকনিশিয়ানস, সাউন্ড রেকর্ডি সবাইকে অভিনন্দন। গৌতম-অভিজিৎ দুজনেই খুব ট্যালেন্টেড, আমি অভিজিতের গানের ফ্যান। সংগীতশিল্পী ইন্দ্রনীলের কথায়, প্রেম শব্দটার সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব নিবিড় বন্ধুত্ব হয়েছে। তাই প্রেম শব্দটি আমাকে এখানে এনেছে এবং বিশেষ করে কুণালকে আমরা দেখেছি। যে সর্বভারতীয় একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে তার বক্তব্য আমরা শুনি খবরে কাগজের সাংবাদিক হিসেবে তার লেখা আমরা পড়ি। কিন্তু কুণালের প্রেম সম্পর্কে এই ধারণা দেখে অবাক হলাম। ইন্দ্রনীলের কথায়, আমার পুজোটা আজকে সুন্দর ভাবে এখান থেকে শুরু হল। একইসঙ্গে সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের আর্জি সামনের বছর পুজোর অ্যালবাম রিলিজ হলে কুণাল যেন তাঁকে গান গাওয়ার সুযোগ দেন।

 

একই কথা শোনা গেল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকার মুখে। তিনি বলেন, আগামী বছর ভিডিও অ্যালবামের তিনি যেন থাকতে পারেন এটা তাঁর আর্জি।

সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, কুণালদাকে দেখলে আমি অবাক হয়ে যাই, কীভাবে এত ব্যস্ততার মধ্যেও আবার গান লেখার, সুর করার সময় পান!

সুমন চট্টোপাধ্যায় বলেন, এত সুন্দর কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে।

Related articles

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

আলাদিন ম্যাজিক অব্যহত, প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...
Exit mobile version