Thursday, January 8, 2026

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি,  রবিবার উদ্ধার ৮ মৎসজীবীর দেহ

Date:

Share post:

ফের মাঝ সমুদ্রে ট্রলার ডুবি। এখনও পর্যন্ত নিখোঁজ ৯ জন মৎসজীবীর মধ্যে ৮ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। শুক্রবার গভীর রাতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়ে ডুবে গিয়েছিল ট্রলার। বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ডুবে যায় এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি। নিখোঁজ ছিলেন নয় মৎস্যজীবী।  রবিবার ৮ মৎস্যজীবীর মৃতদেহের হদিশ মিলল। মাছের জালে জড়িয়ে রয়েছে দেহগুলি। সেগুলি উদ্ধার করে ইতিমধ্যে শনাক্তকরণ চলছে।

কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে টর্নেডোর জেরে জলের ঘূর্ণিপাকে পড়ে এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি এবং কিছুক্ষণের মধ্যে সেটি উলটে যায়।অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তারা এসে ৮ জনকে উদ্ধার করেন।মৎস্যজীবীদের অনুমান ছিল, বাকিরা ওই ট্রলারের কেবিন রুমের মধ্যে আটকে রয়েছেন। কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠন শনিবার রাতভোর কাজে লাগায় তিনজন ডুবুরিকে।

রবিবার বেলা বাড়তেই ডুবে যাওয়া ট্রলারটি নামখানার হরিপুর ঘাটে নিয়ে আসা হয়। এরপর ট্রলারের কেবিন ঘর থেকে জল খালি করতেই উদ্ধার হয় ৮ মৎস্যজীবীর মৃতদেহ।জানা গিয়েছে, দেহগুলি মাছ ধরার জালে জড়িয়ে ছিল।দেহগুলি উদ্ধারের পর তাদের পরিজনদের খবর দেওয়া হয়।শনাক্তকরণের পর মৃতদেহ কাকদ্বীপ হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠানো হবে।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশ আধিকারিকরা। উপস্থিত আছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। রয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরাও।









 

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...