Monday, August 25, 2025

বন্ধ কারখানার জমিতে গড়ে উঠবে শিল্পতালুক! কল্যাণী-অশোকনগরে বস্ত্র পার্ক তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

রাজ্য সরকার বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে নতুন শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ও নদিয়ার কল্যানীতে দুটি বন্ধ জুট মিলের জমিতে দুটি বস্ত্র শিল্প তালুক গড়ে তোলার কাজে হাত দেওয়া হয়েছে।

রাজ্যের ক্ষুদ্র শিল্প সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন দুটি জায়গাতেই জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা কারখানা তৈরির জন্য সেখানে জমি নিয়েছে । বাকি জমির জন্য পুজোর পরেই দরপত্র চাওয়া হবে। তালুক দু’টি পুরোপুরি চালু হয়ে গেলে বস্ত্র ক্ষেত্রে বড় অঙ্কের লগ্নী আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন হাওড়ার হোসিয়ারি পার্কের পরিকাঠামোগত সমস্যা শীঘ্রই মিটিয়ে ফেলতে চায় রাজ্য সরকার। রাজ্যে বস্ত্র ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সব রকম সুবিধা তৈরির সঙ্গে কমন ট্রিটমেন্ট প্ল্যান্ট-ও তৈরি করা হচ্ছে। বস্ত্র ক্ষেত্রের সংস্থাগুলির জন্য এই বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা তৈরি থাকলে দুই শিল্প তালুকে ভাল সাড়া মিলতে পারে। এরই পাশাপাশি হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্যদের বস্ত্র ক্ষেত্রের উৎসাহ প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন জানানোও হবে। এর আওতায় বেসরকারি সংস্থাগুলি যেমন সরকারের থেকে বিবিধ আর্থিক সহায়তা পাবে, তেমনই পাবে পরিকাঠামো সংক্রান্ত একাধিক সুবিধাও। এ ছাড়াও সেক্টর ফাইভে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি আদর্শ রফতানি উন্নয়ন তালুক তৈরি হচ্ছে। সেখানে মূলত বস্ত্র, খেলনা, চর্মজাত পণ্য, গয়না প্রভৃতির প্রদর্শন ও রফতানির সুবিধা থাকবে।

আরও পড়ুন- ত্রাণের ত্রিপল চুরি! বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় দলেরই পঞ্চায়েত প্রধান

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version