উচ্চ প্রাথমিক নিয়োগে সুপ্রিম হস্তক্ষেপ নয়, বুধেই মেধা তালিকা প্রকাশ SSC-র

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগ (Upper Primary recruitment) মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক না পাওয়ার অভিযোগ তুলে যে মামলা করা হয়েছিল সেই আবেদনও খারিজ করেছেন দেশের শীর্ষ আদালত। ফলে নতুন মেধাতালিকা প্রকাশে বাধা নেই স্কুল সার্ভিস কমিশনের (SSC)।

পুজোর আগেই কাটতে চলেছে দীর্ঘ প্রতিক্ষিত উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার জট। দীর্ঘ আট বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কেটেছিল। সম্প্রতি বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। ফলে বুধবারই ১৪ হাজার ৫২ টি শূন্য পদের জন্য উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।

২০১৬ সালে ২৩ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।সেই বছরেই স্টেট লেভেল সিলেকশন টেস্টে ২ লক্ষ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের ২৪ অগস্ট SSC ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করা হয়। এরপরই একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapobrata Chakraborty) ডিভিশন বেঞ্চ ১৪ হাজার ৩৩৯ খালি পদের মধ্যে ১৪ হাজার ৫২ পদের জন্য মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। এরপরেই শীঘ্রই নিয়োগের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কিন্তু ফের এক আবেদনকারী ইন্টারভিউতে ডাক না পাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন। মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় রাজ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ জট কাটতে চলেছে।