আইএসএলে প্রথম জয় পেয়ে কী বললেন বাগান কোচ মোলিনা ?

শেষ মুহূর্তের গোলে নর্থইস্ট ইউনাইটেডর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ২০২৪-২৫ আইএসএল-এ প্রথম জয়ের মুখ দেখল জোসে মোলিনার দল। এই জয়ে খুশি বাগান কোচ। তবে খুশি হলেও, একটা চিন্তা থাকছে মালিনার, আর তা হল গোল হজম করা। ম্যাচ শেষে সেই কথাই জানিয়ে গেলেন বাগান কোচ।

ম্যাচ শেষে মোলিনা বলেন,” এই ম্যাচেও আমাদের দুটো গোল হজম করতে হয়েছে। এটা ভাল নয়। তবে আমাদের রক্ষণভাগ অন্য দিনের থেকে ভাল খেলেছে। গত ম্যাচেও দু’গোল খেয়েছিলাম এবং জিততে পারিনি। এই ম্যাচে আমরা আবার দু’গোল খেয়েছি। কিন্তু জিতেছি। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গোল খাওয়া না জয়? তবে গোল খাওয়াটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমাদের রক্ষণ নিয়ে আরও পরিশ্রম করতে হবে।”এরপরই মোলিনা বলেন,” আমাদের দল খুবই ভাল। এমন নয় যে এগারোজন খেলোয়াড়ই আমাদের সেরা। যারা বেঞ্চে থাকে, তাদের যে কোনও সময় মাঠে নামানো যায়। তাই আমি কোনও নির্দিষ্ট এগারোজনের দল তৈরি করে রাখি না। যখন এটিকে-র কোচ ছিলাম, তখনও প্রতি ম্যাচে দলে অনেক পরিবর্তন আনতাম। আমার দলের প্রত্যেক খেলোয়াড়ই মাঠে নামার জন্য তৈরি থাকে। আমাদের খেলোয়াড়রা যথেষ্ট পরিশ্রমী। ওরা যথেষ্ট প্রতিভাবান। ওদের ওপর ভরসা আছে আমার।”

গতকাল ম্যাচে গোল করেন দীপেন্দু বিশ্বাস। মোলিনা প্রশংসা করেন বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের। এই নিয়ে কোচ বলেন, “দীপেন্দু বেশ ভাল গোল করেছে। ওর খেলায় আমি খুশি। খুব পরিশ্রমী ও। প্রথম দিন থেকেই উন্নতি করার চেষ্টা করছে। আমার মনে হয় দীপেন্দু দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ও যদি এরকম খেলে যেতে পারে, তা হলে খুব তাড়াতাড়ি ও জাতীয় দলের হয়েও খেলবে।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস