ঝাড়খণ্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিকে তোয়াক্কা না করেই জল ছেড়েছে DVC। বৃহস্পতিবার সকালে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই, এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও কঠিন আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উল্টোডাঙার ডিভিসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষোভ উগরে দেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। ডিভিসি রাজ্যের বন্যা ত্রাণ তহবিলে কর্মচারীদের এক দিনের বেতন দান করবে বলে সিদ্ধান্ত নিলেও, সেই দান রাজ্য সরকার গ্রহণ করবে না বলে স্পষ্ট জানান তিনি। তবে ডিভিসির কোনও কর্মচারী ব্যক্তিগতভাগে বন্যাদুর্গতদের জন্য দান করতে চাইলে তাতে আপত্তি নেই।