Wednesday, August 27, 2025

তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে “কাশ্মীর মাঙ্গে আজাদি”! স্লোগান শুনে হতবাক নেটিজেনরা

Date:

Share post:

মিছিল ছিল ‘উই ডিমান্ড জাস্টিস’। আর সেই মিছিল থেকে স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। শুনে তাজ্জব মহানগর। আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের দ্রুত বিচারের দাবিতে রবিবার রাজপথে বিভিন্ন জায়গায় মশাল মিছিলের আয়োজন করা হয়। জুনিয়র ডাক্তারদের সেই মিছিলে শামিল হন অসংখ্য সাধারণ মানুষ। সেখান থেকে সিবিআই-এর কাছে দ্রুত তদন্তের দাবি থেকে শুরু করে ঘটনার প্রতিবাদ-সহ বিভিন্ন ধরনের স্লোগান ওঠে। আর তার মধ্যেই যাদবপুরে মিছিল থেকে উঠল ‘কাশ্মীরের আজাদি’ স্লোগান। যা শুনে হতবাক নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, এটা কি আর জি করের জন্য মিছিল ছিল? নাকি সেই ঘটনাকে ব্যবহার করে যার যার নিজস্ব দাবির প্রতিফলন হচ্ছে এই মিছিলে!

“কাশ্মীর মাঙ্গে আজাদি”- এই স্লোগান উঠেছিল জেএনইউতেও। সেখানে দাবি ছিল ভিন্ন। আর জি করের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক ছোঁয়াচ বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এদিনের যে মিছিলের আয়োজন করা হয়েছিল তাতেও প্রত্যক্ষ কোনও রাজনৈতিক রং ছিল না। কিন্তু মিছিলের স্লোগান বলে দিল এটা কাদের পরিকল্পিত।

এই মিছিলের ভিডিও ভাইরাল হতেই বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। একইসঙ্গে কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একে ‘দেশ বিরোধী’ আখ্যা দিয়েছেন কয়েকজন। তবে বেশির ভাগের মতেই কীসের জন্য আন্দোলন করতে নেমেছেন আন্দোলনকারীরা বোধ হয় সেটাই ভুলে গিয়েছেন। আরজিকরের ঘটনাকে সামনে রেখে নিজেদের উদ্দেশ্য সফল করার চেষ্টায় রয়েছেন তাঁরা। আর তিলোত্তমার বিচারের দাবি হয়েছে ব্রাত্য।

আরও পড়ুন- আন্দোলন নিয়ে ‘বিপ্লবী’ ডাক্তারকে আক্রমণ অনিকেতের, সুদীপ্তার উত্তরের পাল্টা দিলেন পরিচালক

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...