আগামিকাল মিনি ডার্বি, মহামেডানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা বাগান কোচ জোসে মোলিনার

0
2

চলতি আইএসএল-এর শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট। তিন ম্যাচ খেলে একটিতে জয়, একটিতে হার এবং একটিতে ড্র করেছে জোসে মোলিনার দল। এমন অবস্থায় আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বি। মিনি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল-অভিষেকেই নিজেদের মেলে ধরেছে সাদা-কালো ব্রিগেড। তাই আগামিকালের ম্যাচ যে মোলিনার কাছে গুরুত্ত্বপূর্ণ তা মেনে নিলেন বাগান কোচ ।

 

এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ মহামেডানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। খুব ভাল খেলছে ওরা। বিপক্ষকে বার বার সমস্যায় ফেলছে। শনিবার মোটেই সহজ ম্যাচ হবে না আমাদের কাছে। ওদের হারাতে পরিশ্রম করতে হবে। তবু ভাল ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছি আমরা।“ এরপরই মোলিনা বলেন, “ এটা ঠিক যে উন্নতি করতে হবে। আমরা আশাবাদী। গত মরশুমের থেকে একটু অন্য কৌশলে খেলছি। আমি কোচ হিসাবে নতুন। সব গুছিয়ে নিতে একটু সময় লাগে। আর একটু অপেক্ষা করলে মনে হয় আরও ভাল মোহনবাগানকে দেখতে পাবেন। তবে আমি খেলোয়াড়দের নিয়ে খুশি। ভুলগুলো না করলে আরও বেশি পয়েন্ট পেতাম।“

শেষম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে বিশ্রীভাবে হারে মোহনবাগান। তবে সেই ম্যাচের কথা মনে রাখতে চাননা মোলিনা। বরং সেই হার থেকে শিক্ষা নিয়ে মহামেডান ম্যাচে ঘুরে দাঁড়াতে চান বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “ বেঙ্গালুরু আমাদের ভুলের সুযোগ নিয়ে গোল করেছে। তিন গোলে হারার মতো খারাপ খেলিনি। আমাদেরও গোল করা উচিত ছিল। তবে সত্যিটা মেনে নিতেই হবে। আমরা গোল করতে পারিনি। রক্ষণে ধারাবাহিক হতে হবে আমাদের। সঠিক ফলাফল হলে আমরা বেঙ্গালুরুর চেয়ে বেশি গোল করতে পারতাম।“ এদিকে মোহনবাগান সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত প্রসঙ্গ। টানা তিন ম্যাচের হারের পর লাল-হলুদের দায়ীত্ব থেকে সরে দাঁড়ান ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ী কোচ। একই অবস্থা মোলিনারো। তাকেও শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। এই প্রসঙ্গ উঠতেই ডোন্ট কেয়ার মোলিনার। তিনি বলেন, “ আমার কোনও চাপ নেই। অন্য ক্লাবে কী হয়েছে তানিয়ে ভাবছি না। আমি মোহনবাগান নিয়ে চিন্তা করি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কৌশল বাকিরা বুঝতে পারছে বলেই আমি এতটা শান্ত। ভবিষ্যতে আমরা আরও উন্নতি করব। তাই আত্মবিশ্বাসী হয়েছি।“

আরও পড়ুন- গুরুকে সম্মান দেননা বিনেশ, তুতো বোনকে নিয়ে হতাশ ববিতা