Monday, November 3, 2025

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলার দ্রুত শুনানি খারিজ হাইকোর্টে!

Date:

কর্মবিরতিতে অনড় রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম (Supreme Court) নির্দেশ অমান্য করে কাজে ফেরার পরিবর্তে পেন ডাউন করে রেখেছে WBJDF। এর বড় প্রভাব পড়ছে স্বাস্থ্য পরিষেবায় (Health Sector) । শুক্রবার সকালবেলা ঘণ্টা খানেকের জন্য ‘ সিজ ওয়ার্ক’ করেন সিনিয়র চিকিৎসকরাও। ট্রেনি ডাক্তারদের কাজে যোগ না দেওয়ার বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করা হয়। কিন্তু শুক্রবার এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। আদালত সূত্রে খবর মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে। পুজোর পর সেখানে শুনানি হবে।

রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি মেনে নেয়ার পরও কাজে ফিরতে চাইছে না WBJDF। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি (Cease work)। যদিও সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সংখ্যাগরিষ্ঠ এবারের এই কর্মসূচিকে সমর্থন করছেন না। বৃহস্পতিবার টানা ঘণ্টা জিবি মিটিং (GB meeting) হয়েছে। কবে কর্মবিরতি প্রত্যাহার করছেন ট্রেনি ডাক্তাররা সেই আলোচনার মাঝেই জনস্বার্থ মামলা নিয়ে এল বড় আপডেট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলাকারী (স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর) আইনজীবী এই মামলাকে ‘অবৈধ’ ঘোষণা করার জন্য দ্রুত শুনানির আবেদন করেন। মামলাকারী রাজু ঘোষের (Raju Ghosh) বক্তব্য ছিল, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদের কর্মবিরতির সিদ্ধান্ত শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করছে যা যা আদালত অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। তাই দ্রুত পদক্ষেপ করার প্রয়োজন। পাশাপাশি এই আন্দোলনের জেরে প্রভাব পড়ছে। বহু রোগী চিকিৎসা পাচ্ছেন না, অনেকের মৃত্যু হচ্ছে। তাই এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানি প্রয়োজন। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

 

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version