৭২তম বর্ষে পদার্পণ করলো আদি বাবু বাগান সর্ববজনীনের দুর্গোৎসবের। সোমবার দুর্গোৎসবের শুভসূচনা করেন বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক মুখার্জী (রোহন), বাবাই, গুঞ্জন, অভিজিৎ, দেবমাল্য,অদিতি, রূপা ও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ। আদি বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসবের এইবারের থিম “মাটি” … মৃণ্ময়ী থেকে চিন্ময়ী।

আরও পড়ুন- বাংলার উৎসবকে অপমানের অধিকার নেই: উপাচার্যকে কড়া জবাব কুণালের
