Monday, August 25, 2025

অরাজকতার চক্রান্ত! প্রকাশ্যে ধর্মতলার অনশনে বামেদের সমর্থনে মুখোশ খোলার কটাক্ষ তৃণমূলের

Date:

জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলন, অন সনে সরাসরি বামেদের মদতের দাবি রাজ্যের শাসকদল বারবার জানিয়ে এসেছে। নবমীর সন্ধ্যায় ডাক্তারদের ডাকা সমাবেশকে পোস্টার (poster), সাংবাদিক বৈঠক (press meet) করে সমর্থন জানানোর পরে স্পষ্ট হয়ে গেল সেই লুকানো ছবিটা। বাম মদতে অরাজকতার চক্রান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না শাসকদলও।

বারবার বৈঠক, রাজ্যের পদক্ষেপের পরেও একরোখা জুনিয়র ডাক্তাররা (junior doctors)। আন্দোলন. কর্ম বিরতি করে রোগী হয়রানির পরে উৎসবের মরশুমে শহরের বুকে অনশন। শেষ পর্যন্ত একের পর এক মেডিক্যাল কলেজে গণ ইস্তফার তোড়জোড়। এর পিছনে আসলে মদত কোথা থেকে আসছিল স্পষ্ট হল শুক্রবার। যখন বামেদের সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্টার দিয়ে ডাক্তারদের ডাকা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হল।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের কর্মী সমর্থকদের সন্ধ্যার সমাবেশে যোগ দেওয়ার কথা বলা হয়। পতাকা ছাড়া থাকার কথা বলা হয়, যেহেতু ডাক্তাররা বারবার রাজনৈতিক দলের প্রবেশে নিষেধ করেছিল। তবে সেই সাধারণ মানুষের ছদ্মবেশে এতদিন কারা ডাক্তারদের আন্দোলন, অনশন মঞ্চ ভরিয়েছে তা শুক্রবার স্পষ্ট হয়ে গেল।

বাম ও ডাক্তারদের যোগাযোগ প্রকাশ্যে চলে আসায় সরব প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি দাবি করেন, “মুখোশ খুলে গেছে। ধর্মতলার মঞ্চে সমাবেশে খোলাখুলিভাবে যাচ্ছে সিপিএম। কলকাতা, শহরতলির লোকাল কমিটিতে ফোন যাচ্ছে। ফেবুতে, গ্রুপে পোস্ট। পুজোর মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। সিপিএম, এসইউসি, উগ্র বাম মিলিত হয়েছে।”

সেই সঙ্গে বামেদের দ্বিচারিতাকেও এক হাত নেন তিনি। তাঁর কথায়, “কমরেড, ডাঃ অনিতা দেওয়ান, নার্স বর্ণালী দত্তর জন্য যেন নীরবতা পালন হয় ডাক্তারদের মঞ্চে। রাজনীতি করতে আপনারা মহাষ্টমীকেও বাদ দিলেন না। তদন্তে সিবিআই, মামলা কোর্টে। তারপরেও অনশন করিয়ে অরাজকতার চক্রান্ত।”

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version