Monday, August 25, 2025

R G Kar: মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিমানের, পাল্টা জ্যোতি বসু জমানা মনে করিয়ে খোঁচা কুণালের

Date:

অনশনে জুনিয়র ডাক্তাররা। একাধিকবার বৈঠকের পরেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলোচনায় বসতে বলে খোলা চিঠি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। পাল্টা জ্যোতি বসুর জমানায় আর জি কর মেডিক্যাল কলেজেরই আন্দোলনরত ডাক্তারদেরই মেরে আন্দোলন তুলে দেওয়ার প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিমান বামফ্রন্টের চেয়ারম্যান লেখেন “৫ অক্টোবর থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন শুরু হয়েছে। তাঁরা জল ছাড়া কিছু খাচ্ছেন না। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। কিন্তু আপনি নির্বিকার।“ অথচ জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে যাওয়া থেকে শুরু করে নিজের বাড়িতে বৈঠকে ডাকা, বারবার প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের মাধ্যমে সমাধানের সব চেষ্টা করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু কোন অবস্থাতে আন্দোলরত ডাক্তারদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করেননি। যেদিন এই চিঠি লিখছেন বিমান, সেদিনও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকার। তবে বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়ে দেন, ১০টির মধ্যে ৭টি দাবি মানা হয়েছে। কিন্তু এভাবে ডেডলাইন বেঁধে কাজ করা প্রশাসনিক ব্যবস্থায় সম্ভব নয়। বাস্তবসম্মত ভাবে তা বাস্তবায়নের জন্য ন্যূনতম সময় লাগেই।

আরও পড়ুন- বিশ্রামে রাজ্যপাল! ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং-র বায়না কোথায়? খোঁচা কুণালের

সেই প্রসঙ্গ উল্লেখ করে বিমানকে উদ্দেশ করে কুণাল বলেন, জুনিয়র ডাক্তাদরে ধর্না মঞ্চে যাওয়া থেকে শুরু করে নিজের বাড়িতে বারবার আমন্ত্রণ জানিয়ে বৈঠক করা, প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে আলোচনা করা- সমস্ত সংবদেনশীল কাজ করেছেন মুখ্যমন্ত্রী। আর জ্যোতি বসুর জমানায় এই আর জি করের ডাক্তারদের আন্দোলন পুলিশ পাঠিয়ে মেরে তুলবে দিয়েছিলেন জ্যোতি বসু। তখন চিঠি লিখতে পারেননি বিমান বাবু। এর পরেই মোক্ষম খোঁচা দিয়ে কুণাল বলেন, এই চিঠিটি তখন জ্যোতি বাবুর জন্য লিখেছিলেন বিমান বাবু। কিন্তু ভয়ে পাঠাতে পারেননি। এবার বর্তমান মুখ্যমন্ত্রীকে পাঠালেন।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version