শিয়ালদহ ডিভিশনের ট্রেনের ‘লেট রোগ’ সারাতে এবার নতুন পদক্ষেপ নিল পূর্ব রেল। এবার থেকে ট্রেন স্টপেজের সময়সীমা কমিয়ে মাত্র ৩০ সেকেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলের সময়সূচী ঠিক রাখতে এবং ট্রেনের দেরি হওয়ার সমস্যার সমাধানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি যাত্রী ওঠানামার এই সময়সীমা কার্যকর করতে স্টেশনে মোতায়েন করা হচ্ছে কমার্শিয়াল বিভাগের কর্মী এবং আরপিএফ জওয়ানদের।

প্রতিদিন হাজার হাজার মানুষ শিয়ালদায় আসেন। মূলত দুটো শাখা হয়েছে রয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে। উত্তর এবং দক্ষিণ শাখা। উত্তর শাখায় আবার মেন লাইন এবং বনগাঁ লাইন। দক্ষিণ শাখা ভাগ হয়েছে ডায়মন্ডহারবার, ক্যানিং, বজবজের দিকে। দীর্ঘদিন ধরে শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল দেরিতে হচ্ছে বলে অভিযোগ নিত্যযাত্রীদের। ট্রেনগুলির নির্ধারিত সময়ে না পৌঁছানোর ফলে যাত্রীরা প্রায়ই অফিস বা অন্যান্য গন্তব্যে দেরিতে পৌঁছাচ্ছেন। এই সমস্যার মূল কারণ হিসাবে ট্রেনের স্টপেজে বেশি সময় লাগা উঠে এসেছে। প্ল্যাটফর্মে ট্রেন থামার পর যাত্রীদের ওঠা-নামা করানোর জন্য বেশি সময় বরাদ্দ হওয়ার ফলে এই দেরি হচ্ছে। তাই রেলের এই পদক্ষেপ।

এদিকে যাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। X হ্য়ান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, “শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার খবর আসছে। এটা বিপজ্জনক। জনবহুল স্টেশনে বা অফিস টাইমে তাড়াহুড়োয় দুর্ঘটনা বাড়বে। অবিলম্বে পুনর্বিবেচনা করা দরকার।”

শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে 30 সেকেন্ড করার খবর আসছে। এটা বিপজ্জনক। জনবহুল স্টেশনে বা অফিস টাইমে তাড়াহুড়োয় দুর্ঘটনা বাড়বে। অবিলম্বে পুনর্বিবেচনা করা দরকার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 18, 2024
আরও পড়ুন- উন্নত মানের অনুমোদিত স্বাস্থ্য পরিষেবায় দেশের সেরা বাংলা: NQAS-এর তথ্যে প্রকাশ
