আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ব্যাটে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে করেন ৭০ রান। আর এর সুবাদেই নতুন পালক যুক্ত হল বিরাটের মুকুটে। টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই কীর্তি গড়তে বিরাটের দরকার ছিল ৫৩ রান।

এদিন কিউইদের বিরুদ্ধে ৫৩ রান করতেই টেস্টে নতুন মাইলফলকে পৌঁছে যান কোহলি। ৯০০০ রান পূর্ণ করেন ভারতর প্রাক্তন অধিনায়ক। চতুর্থ ভারতীয় হিসাবে এই নজির গড়েন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করার কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়েরও। এদের মধ্যে সবচেয়ে দ্রুত ৯০০০ টেস্ট করার কৃতিত্ব রয়েছে দ্রাবিড়ের। দ্রাবিড় ১৭৬তম টেস্ট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। টেস্টে ৯০০০ রান পূর্ণ করতে সচিন নিয়েছিলেন ১৭৯টি ইনিংস। বিরাট কোহলি ৯০০০ রান পূর্ণ করতে নিলেন ১৯৬টি টেস্ট ইনিংস।

আরও পড়ুন- তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট ভারতের, ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মার দল
