Wednesday, November 5, 2025

রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন বৈঠকের সম্ভাবনা !

Date:

Share post:

ব্রিকস (BRICS) গোষ্ঠীভুক্ত দেশগুলির যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদি (Narendra Modi)। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আমন্ত্রণে কাজানে ষোড়শ ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি  চলতি বছরের ২২-২৩ অক্টোবর রাশিয়া সফর করবেন।

ব্রিকস সম্মেলনের সফরকালে প্রধানমন্ত্রী কাজানে ব্রিকস সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হল ‘ন্যায়সঙ্গত বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ’। মনে করা হচ্ছে বাণিজ্য এবং উন্নয়নের পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিও ব্রিকসে এ বার আলোচনা হতে পারে। এ বছরের জুলাই মাসে মোদি গিয়েছিলেন রাশিয়ায়। এবার ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির (ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ বৈঠকে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদি।এ বারও ব্রিকেসের পার্শ্ববৈঠকে মোদি-পুতিন আলোচনা হতে পারে।

গত নভেম্বরে গাজা পরিস্থিতি নিয়ে ব্রিকসের ভার্চুয়াল বৈঠকে নয়াদিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে ২০২৩-এর অগস্টে চিনের প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে ওই গোষ্ঠীতে যোগদানের জন্য ছ’টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এশিয়ায় সংযুক্ত আরব আমিরশাহি, ইরান  এবং সৌদি আরব।  আফ্রিকা থেকে মিশর এবং ইথিওপিয়ার পাশাপাশি এই তালিকায় ছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাও। পাশাপাশি  চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রপুঞ্জে গাজা (Gaza) পরিস্থিতি নিয়ে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে ভোট দিয়েছিল। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ভারত। তাই ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার (Russia) মাটিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদির (Prime Minister of India) যোগদান বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে ধারণা কূটনৈতিক মহলের একাংশের।









 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...