Saturday, August 23, 2025

রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন বৈঠকের সম্ভাবনা !

Date:

Share post:

ব্রিকস (BRICS) গোষ্ঠীভুক্ত দেশগুলির যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদি (Narendra Modi)। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আমন্ত্রণে কাজানে ষোড়শ ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি  চলতি বছরের ২২-২৩ অক্টোবর রাশিয়া সফর করবেন।

ব্রিকস সম্মেলনের সফরকালে প্রধানমন্ত্রী কাজানে ব্রিকস সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হল ‘ন্যায়সঙ্গত বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ’। মনে করা হচ্ছে বাণিজ্য এবং উন্নয়নের পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিও ব্রিকসে এ বার আলোচনা হতে পারে। এ বছরের জুলাই মাসে মোদি গিয়েছিলেন রাশিয়ায়। এবার ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির (ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ বৈঠকে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদি।এ বারও ব্রিকেসের পার্শ্ববৈঠকে মোদি-পুতিন আলোচনা হতে পারে।

গত নভেম্বরে গাজা পরিস্থিতি নিয়ে ব্রিকসের ভার্চুয়াল বৈঠকে নয়াদিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে ২০২৩-এর অগস্টে চিনের প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে ওই গোষ্ঠীতে যোগদানের জন্য ছ’টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এশিয়ায় সংযুক্ত আরব আমিরশাহি, ইরান  এবং সৌদি আরব।  আফ্রিকা থেকে মিশর এবং ইথিওপিয়ার পাশাপাশি এই তালিকায় ছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাও। পাশাপাশি  চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রপুঞ্জে গাজা (Gaza) পরিস্থিতি নিয়ে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে ভোট দিয়েছিল। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ভারত। তাই ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার (Russia) মাটিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদির (Prime Minister of India) যোগদান বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে ধারণা কূটনৈতিক মহলের একাংশের।









 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...