Friday, August 22, 2025

উপনির্বাচনে ভ্যানিশ বাম-কংগ্রেস জোট, ৬ আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের 

Date:

নভেম্বরে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By Election of six assembly)। তবে এবার আর বামেদের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের (Congress)। মঙ্গলবার আলাদাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করল হাত শিবির। গত লোকসভা নির্বাচনে (Loksabha election) জুটি বেঁধে লড়লেও, এবার কাস্তে-হাতুড়ি ধরতে নারাজ ‘হাত’। হাড়োয়া বাদে বাকি ৫ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এবার ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা মঙ্গলবার প্রকাশ্যে আনল কংগ্রেস।

১০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএমের পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। সিতাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন হরিহর রায় সিং, মাদারিহাটে প্রার্থী বিকাশ চম্প্রমারি, নৈহাটিতে পরেশ নাথ সরকারকে টিকিট দিয়েছে দল। হাড়োয়ায় প্রার্থী হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে শ্যামল কুমার ঘোষকে এবং তালডাংরায় করবেন তুষারকান্তি সন্নিগ্রাহী। লাল পতাকাধারীদের থেকে দূরত্ব বজায় রাখার কংগ্রেসের চেষ্টায় জোটের ফাটল যে আরও স্পষ্ট হল সেকথা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম জোট করার পক্ষপাতি হলেও, বাম শরিক ফরওয়ার্ড ব্লকের আপত্তিতেই নাকি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন কমরেডরা। অন্যদিকে সাম্প্রতিক সময়ে নাগরিক আন্দোলনের জেরে রাজনৈতিক ময়দানে যথেষ্টই ব্যাকফুটে বিজেপি। ফলে সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর কেন্দ্রের লড়াইয়ে শুরু থেকেই যে বিরোধীরা অনেকটা পিছিয়ে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

 

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version