Thursday, August 21, 2025

নারীর ক্ষমতায়নে জোর দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে নীতিতে গোটা রাজ্যকে বেঁধেছেন তা যে কতটা ইতিবাচক ফের একবার প্রমাণ মিলল। দেশের মহিলা করদাতাদের (women taxpayers) তালিকায় সব রাজ্যের নিরিখে তৃতীয় স্থানে বাংলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হওয়া একাধিক প্রকল্পের জন্যই যে রাজ্যে নারীর এই ক্ষমতায়ন, তা নিয়ে আর কোনও সন্দেহই রইল না, দাবি রাজ্যের শাসকদলের।

বাংলার রোজগেরে মহিলাদের কর দেওয়ার পরিমাণ দেশের সব রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) সমীক্ষায়। বাংলার আগে রয়েছে কেরালা (Kerala) ও তামিলনাড়ু (Tamilnadu)। আশ্চর্যজনকভাবে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে একটিও বিজেপি শাসিত রাজ্য নেই। কেবলমাত্র বিজেপি সহযোগী রাজ্য অন্ধ্রপ্রদেশ রয়েছে পাঁচ নম্বরে। এখানেই প্রমাণিত বিজেপির অপশাসনে মহিলাদের অবস্থা রাজ্যগুলিতে ঠিক কেমন, দাবি রাজনীতিকদের।

এর আগেও রাজ্যে মহিলাদের জন্য নেওয়া একাধিক প্রকল্প দেশের একাধিক রাজ্য অনুসরণ করেছে। রাজ্যে চাকুরিজীবী মহিলাদের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাজ করা মহিলারাও এই করদাতার তালিকায় অতিরিক্ত সংযোজন করেছেন, দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তিনি বলেন, “তালিকায় সসম্মানে পশ্চিমবঙ্গ রয়েছে। অর্থাৎ এখানকার মহিলারা নিজের পায়ে দাঁড়ান। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ স্বনির্ভর গোষ্ঠীতে (self help group), কেউ অন্যান্য বিভিন্ন বিকল্প আযের সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতিগুলি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

সেই সঙ্গে এই তালিকায় প্রমাণিত বিজেপি শাসিত রাজ্যে (BJP states) মহিলাদের সম্মানের কী পরিস্থিতি। কুণাল ঘোষ দাবি করেন, “সবথেকে তাৎপর্যপূর্ণ বিজেপি রাজ্যগুলির ব্যর্থতা। পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই অ-বিজেপি রাজ্য। অর্থাৎ বিজেপির রাজ্যগুলিতে মহিলারা কর দেওয়ার ক্ষেত্রে এমন কোনও জায়গায় পৌঁছাননি যাতে দেশের প্রথম সেরা পাঁচটির মধ্যে থাকতে পারে। বিজেপির রাজ্যগুলি পিছিয়ে গিয়েছে।”

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version