Friday, December 19, 2025

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন

Date:

Share post:

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন। চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টিকল না। মাত্র ৬ মাসের মধ্যেই সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্স্টেন। এদিকে বিকল্প কোচের ঘোষণা করে দিয়েছে পিসিবি। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন টেস্ট দলের কোচ জেসন গিলেসপি। পাকিস্তানের সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল কার্স্টেনের।

 

জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপে খুশি ছিলেন না কার্স্টেন। সূত্রের খবর, এই বিষয়ে বোর্ডের সঙ্গে তাঁর সংঘাত হয়েছে। কার্স্টেন বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, ডেভিড রেডকে পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচ করার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বোর্ড। চলতি বছর মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন কার্স্টেন। তবে দায়িত্ব নেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন কার্স্টেন। সেই ঘটনাও ভাল ভাবে নেয়নি পিসিবি। সেই সব কারণেই নাকি দু’পক্ষের মধ্যে সমস্যা চলছিল। এছাড়াও জানা যাচ্ছে, পাকিস্তান বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপ কার্স্টেনের দায়িত্ব ছাড়ার জন্য দায়ী। সম্প্রতি নির্বাচনের সব দায়িত্ব নির্বাচক কমিটিকে দেওয়া হয়েছে। তবে দুই ফরম্যাটের কোচের হাতেই কোনও দায়িত্ব রাখা হয়নি। বিষয়টি টেস্ট দলের কোচ জেসন গিলেসপি মেনে নিলেও কার্স্টেন মানতে রাজি ছিলেন না। আর শেষমেশ কোচের পদের থেকে সড়ে দাঁড়ান কার্স্টেন।

আরও পড়ুন- কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তাঁরই সতীর্থ, দিলেন বিশেষ বার্তা


spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...