Monday, August 25, 2025

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন

Date:

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন। চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টিকল না। মাত্র ৬ মাসের মধ্যেই সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্স্টেন। এদিকে বিকল্প কোচের ঘোষণা করে দিয়েছে পিসিবি। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন টেস্ট দলের কোচ জেসন গিলেসপি। পাকিস্তানের সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল কার্স্টেনের।

 

জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপে খুশি ছিলেন না কার্স্টেন। সূত্রের খবর, এই বিষয়ে বোর্ডের সঙ্গে তাঁর সংঘাত হয়েছে। কার্স্টেন বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, ডেভিড রেডকে পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচ করার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বোর্ড। চলতি বছর মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন কার্স্টেন। তবে দায়িত্ব নেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন কার্স্টেন। সেই ঘটনাও ভাল ভাবে নেয়নি পিসিবি। সেই সব কারণেই নাকি দু’পক্ষের মধ্যে সমস্যা চলছিল। এছাড়াও জানা যাচ্ছে, পাকিস্তান বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপ কার্স্টেনের দায়িত্ব ছাড়ার জন্য দায়ী। সম্প্রতি নির্বাচনের সব দায়িত্ব নির্বাচক কমিটিকে দেওয়া হয়েছে। তবে দুই ফরম্যাটের কোচের হাতেই কোনও দায়িত্ব রাখা হয়নি। বিষয়টি টেস্ট দলের কোচ জেসন গিলেসপি মেনে নিলেও কার্স্টেন মানতে রাজি ছিলেন না। আর শেষমেশ কোচের পদের থেকে সড়ে দাঁড়ান কার্স্টেন।

আরও পড়ুন- কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তাঁরই সতীর্থ, দিলেন বিশেষ বার্তা


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version