কেরলে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ! আহত শতাধিক

দীপাবলীর আগেই কেরলের নীলেশ্বরমে (Neeleswaram, Kerala) ভয়াবহ বিস্ফোরণ। বাজির গুদামে অগ্নিকাণ্ড, আহত দেড়শোর বেশি। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতের এই দুর্ঘটনার খবর ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

জানা যায় সোমবার রাতে নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। এই সময় আচমকাই বাজির গুদামে আগুন লাগে। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে মেঙ্গালুরু, কান্নুর, কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারিভাবে আগুনের কারণ সম্পর্কে কোন বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত মৃত্যুর খবর নেই।