ফের খুনের হুমকি ভাইজানকে! এবার কত টাকা দাবি?

আবার খুনের হুমকি। পাঁচদিনের মাথায় ফের প্রাণনাশের হুমকি-মেসেজে বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)৷ বুধবার মুম্বই ট্রাফিক পুলিশের কাছে একটি হুমকি মেসেজ আসে। তাতে লেখা ছিল, “২ কোটি টাকা না দিলে অভিনেতা সলমন খানকে খুন করা হবে।” এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।পুলিশ সূত্রে খবর, মুম্বই ট্রাফিক পুলিশের (Mumbai Traffic Police) কাছে এই হুমকি বার্তা আসে৷ যেখানে বলা হয়, ২ কোটি টাকার দাবি পূরণ না হলে সলমন খানকে হত্যা (Murder) করা হবে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ৷ সূত্রের খবর, মুম্বইয়ের ওয়ারলি জেলার কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে।কয়েকদিন আগেই বলিউডের ভাইজানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল৷ তবে সে সময় ভাইজান (Salman Khan) একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকির (Baba Siddique) ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান৷ গত শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর জিশান সিদ্দিকির বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে৷ তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকি (Zeeshan Siddique) ও সলমন খানকে খুন করা হবে৷ এই ফোনটি মহম্মদ তাইয়াব করেছিল বলেই পরে তদন্তে জানতে পারে পুলিশ৷