ধর্ষণের সামাজিক ব্যাধি এতটাই চরম সংক্রামক আকার নিয়েছে, স্বামীর সঙ্গেও পথে নিরাপদ থাকছেন না মহিলারা। বুধবার কল্যাণীতে (Kalyani) গণধর্ষণের ঘটনা সমাজের এক শ্রেণির পুরুষের পাশবিক প্রবৃত্তির এক চরম উদাহরণ হিসাবে উঠে এসেছে, যেখানে স্বামীর সামনেই ধর্ষণের শিকার এক নির্যাতিতা। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ আট জনকে গ্রেফতার করলেও দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা পরিবার।

নদিয়ার (Nadia) কল্যাণীর এক দম্পতি অভিযোগ করেন বুধবার ভোরে কল্যাণী রেলব্রিজ দিয়ে একসঙ্গে যাচ্ছিলেন কাঁচরাপাড়ার দিকে। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নিচে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বধূকে। সেখানে আটকে রাখা হয় তাঁর স্বামীকেও। তাঁদের চিৎকারে বেশ অনেকক্ষণ পরে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুষ্কৃতিরা।

পরে কল্যাণী থানায় (Kalyani police station) গিয়ে লিখিত অভিযোগ জানান ওই দম্পতি। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। কাঁচরাপাড়া (Kanchrapara) থেকে গ্রেফতার করা হয় আটজনকে। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। সেখানে ভাঙা কাঁচের চুড়ি, টিফিনবক্স পাওয়া যায়।
