Thursday, August 28, 2025

নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক! হায়দরাবাদকে ২ গোলে উড়িয়ে দিল মোহনবাগান

Date:

আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের। প্রতিযোগিতায় নিজেদের শততম ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। নিজামের শহরে মাইলস্টোন ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারিয়ে আইএসএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল জোসে মোলিনার দল। মহামেডানকে তিন গোল দেওয়া হায়দরাবাদকে গ্রেগ স্টুয়ার্টদের আগ্রাসী ফুটবলের সামনে বিপজ্জনক মনে হয়নি। দুই গোলদাতা মনবীর সিং ও শুভাশিস বোস। অনবদ্য খেলে ম্যাচের সেরাও হলেন মনবীর। চলতি মরশুমে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট মোহনবাগানের।

রক্ষণ সামলে হায়দরাবাদের ডেরায় আক্রমণাত্মক ফুটবলের রণনীতি নিয়েই জয় তুলে নেওয়ার চেষ্টায় ছিল মোহনবাগান। ডার্বির দল থেকে প্রথম একাদশে দু’টি বদল করেছিলেন কোচ মোলিনা। চোট কাটিয়ে উঠলেও পুরো ফিট না থাকা আপুইয়াকে বেঞ্চে রেখে দীপক টাংরিকে শুরু থেকে খেলান বাগানের স্প্যানিশ বস। লিস্টনের জায়গায় প্রথম একাদশে রাখেন সাহালকে। কিন্তু ঘরের মাঠে শুরু থেকে সবুজ-মেরুন রক্ষণের উপর চার তৈরির চেষ্টায় ছিল থাংবোই সিংটোর দল। তবে আলবার্তো, অলড্রেডরা সতর্ক থাকায়
বিপদ ঘটেনি।

দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে প্রেসিং ফুটবলে জোর দেয় মোহনবাগান। স্টুয়ার্ট, মনবীর, থাপাদের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অ্যালেক্স সাজি, স্টেফান সাপিচরা। সুযোগও তৈরি হল। কিন্তু ম্যাকলারেন, সাহাল, মনবীররা সুযোগের সদ্ব্যবহার করতে পারছিলেন না। প্রথম গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হল ৩৭ মিনিট পর্যন্ত। মনবীর ও থাপার যুগলবন্দিতে এগিয়ে যায় সবুজ-মেরুন।

মাঝমাঠ থেকে ডান প্রান্তে মনবীরের উদ্দেশে ডিফেন্স চেরা অসাধারণ থ্রু বাড়ান থাপা। বল নিয়ে দ্রুত গতিতে অনেকটা দৌড়ে বক্সে ঢুকে হায়দরাবাদের ডিফেন্ডার ও গোলকিপারকে শরীরের দোলায় মাটি ধরিয়ে বল জালে জড়ান মনবীর। ১-০ এগিয়ে আক্রমণে আরও আগ্রাসী হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু সাহাল, ম্যাকলারেনরা যথারীতি ফাইনাল থার্ডে ব্যর্থ হলেন। দ্বিতীয়ার্ধে দাপটে শুরু করে ৫৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে মোহনবাগান। স্টুয়ার্টের দুরন্ত সেন্টার থেকে দুরন্ত হেডে গোল করেন শুভাশিস। উপরে উঠে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সবুজ-মেরুনের এই বাঙালি লেফট ব্যাক। দু’গোলে এগিয়ে যাওয়ার পর সাহালের জায়গায় লিস্টনকে নামান মোলিনা। পরে ম্যাকলারেন, স্টুয়ার্টের পরিবর্ত হিসেবে নামেন দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স। কিন্তু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ফলে গোলের ব্যবধানও বাড়েনি। একা লিস্টনই দুটো সহজ সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুন- সংঘাত মিটিয়ে সীমান্তের সেনা প্রত্যাহার ভারত-চিনের! দিওয়ালিতে মিষ্টি বিতরণ দুদেশের জওয়ানদের

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version