কালীপুজোর দিন দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ৫ জেলা ও অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। আজ কালীপুজোর দিন দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় নভেম্বরের শুরু থেকেই আবহাওয়া বদলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বইবে হিমেল বাতাস।

হাওয়া অফিসের রিপোর্ট, চলতি সপ্তাহের উইক এন্ড থেকেই বদলাবে আবহাওয়া।কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের প্রথম দিন থেকে আবহাওয়া বদলে শীত প্রবেশের সম্ভাবনা বাড়বে।