Tuesday, January 13, 2026

রঞ্জিতে ব্যাট হাতে দাপট বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়ার, জানালেন পরবর্তী লক্ষ্য

Date:

Share post:

বাবা বলিউডের সঙ্গে যুক্ত হলেও, ছেলের সিনেমার প্রতি প্রেম নেই। বরং তিনি বেঁচে নিয়েছেন ক্রিকেটের বাইশ গজকেই। আর সেখানে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি অগ্নিদেব চোপড়া। আর তাঁর বাবা হলেন বিধু বিনোদ চোপড়া। যিনি কিনা সফল পরিচালক। সেই বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়া গত মরশুমে রঞ্জিট্রফিতে যেমন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন, এই মরশুমেও দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে। আর এরই ফাঁকে নিজের লক্ষ্যর কথা জানিয়ে দিলেন।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি ম্যাচ খেলেছেন অগ্নি। ১৬টি ইনিংসের সাতটিতে করেছেন শতরান। অর্ধশতরান চারটি। গড় ৯১.১৩। অভিষেকের পর থেকে টানা চারটি ম্যাচে শতরানের নজির আর কারও নেই বলেই মনে করা হচ্ছে। জেট ছাপিয়ে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানেরও রেকর্ড। এক সাক্ষাৎকারে অগ্নি বলেন, “ব্র্যাডম্যানের সঙ্গে আমার তুলনা করাটাই সম্ভব নয়। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের এক জন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওঁর গড় ৯৯.৯৪। উনি যে পর্যায় খেলেছেন, আমি তো সেটা খেলিনি। তাই ওঁর সঙ্গে আমার তুলনাটা খুবই হাস্যকর লাগে আমার।”

সামনেই আইপিএলের মেগা নিলাম। গত বারের মতো অগ্নি এ বারেও নাম লিখিয়েছেন অগ্নি। নিজের যোগ্যতায় সেই লিগে সুযোগ পেতে চান তিনি। এই নিয়ে অগ্নি বললেন, “হয়তো আমি এখনও সেই পর্যায়ে খেলতে পারিনি, তাই আইপিএলে সুযোগ পাইনি। নিজের যোগ্যতায় সুযোগ পেতে চাই। আমার বাবা কখনও কাউকে ফোন করে বলবে না আমাকে দলে সুযোগ দেওয়ার জন্য। আমাকে ভাল খেলতে হবে, যাতে আমার বাবাকে ফোন করে লোকে বলে দলে নেওয়ার কথা। যদি বাবার কারণে কেউ আমাকে দলে নেয়, তা হলে প্রথম একাদশে সুযোগ পাব না। আমি এমন কোনও দলে থাকতে চাই না, যারা আমাকে নিয়ে বসিয়ে রাখবে।” আইপিএল-এ কোন দলে খেলতে চান অগ্নি? উত্তরে বিধু বিনোদ চোপড়ার ছেলে বলেন, “ দর্শক হিসাবে আমার প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স। যে হেতু আমি মুম্বইয়ের ছেলে তাই মুম্বইকেই সমর্থন করি। কিন্তু আইপিএলে সুযোগ পেলে যে দল নেবে তাদের হয়েই নিজের সেরাটা দেব।”

রঞ্জিতে মিজোরামের হয়ে খেলেন অগ্নি। এবারের রঞ্জিতে সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন অগ্নি। দ্বিতীয় ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন অগ্নি। তৃতীয় ম্যাচেও দ্বিশতরান করেন অগ্নি।

আরও পড়ুন- হায়দরাবাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় মোহনবাগান, জয় পেয়ে কী বললেন বাগান কোচ ?

spot_img

Related articles

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...