নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের আগমন! আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

ঝড়-বৃষ্টির দৌরাত্ম্য নেই, নির্বিঘ্নে কাটলো কালীপুজো (Kalipuja)। বৃহস্পতির সন্ধ্যায় হালকা দু চার ফোঁটা বৃষ্টি হলেও তাতে পুজোর আনন্দে কোনও প্রভাব পড়েনি। মধ্যরাতের দিকে হালকা হিমেল হাওয়ার পরশ মিলেছে। নতুন মাসের প্রথম সপ্তাহেই শীত আসার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

‘ডানা’ (Dana) পরবর্তী দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য কমলেও বুধ এবং বৃহস্পতিতে যথেষ্ট গরম অনুভূত হয়েছে। কিন্তু হাওয়া অফিস মনে করছে, ১ নভেম্বর থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের রেশ শুরু হতে পারে। শুষ্ক আবহাওয়ায় উত্তুরে হাওয়ার আগমন জানান দেবে।শুক্রবারও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও মালদহে।