গতকাল নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারতেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। আর এই হারতেই লজ্জার নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলা ভালো এক আসনে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির সঙ্গে। পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। সেই লজ্জার নজির গড়েন রোহিত।

নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট-সহ ২০২৪ সালে ঘরের মাঠে চারটি টেস্ট হারল ভারতীয় দল। আর প্রতিটি টেস্টেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। গত ৫৫ বছরে কখনও ভারতীয় দল দেশের মাটিতে এক ক্যালেন্ডার বছরের এতগুলি টেস্ট হারেনি। শেষবার এমন হয়েছিল পতৌদির নেতৃত্বে ১৯৬৯ সালে। সে বছরও পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। নিউজিল্যান্ডের কাছে একটি এবং অস্ট্রেলিয়ার কাছে তিনটি টেস্ট হেরেছিল পাতৌদির দল। আর গতকাল নিউজিল্যান্ডের কাছে হারতেই এবছর অধিনায়ক পাতৌদির সেই লজ্জার নজির স্পর্শ করলেন রোহিত। এক ক্যালেন্ডার বছরে ইংল্যান্ডের কাছে একটি এবং নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট ঘরের মাঠে হারে ভারত।

গতকাল নিউজিল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ৩-০ হারে রোহিত শর্মার দল।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে কী বললেন রোহিত?

