Sunday, November 16, 2025

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে কী বললেন রোহিত?

Date:

গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। কিউইদের কাছে ৩-০ হার টিম ইন্ডিয়ার। যা ভারতের টেস্ট ইতিহাসে বড় লজ্জার নজির। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, নেতা এবং ব্যাটার হিসেবে তিনি সেরা জায়গায় ছিলেন না। বললেন, এভাবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার সহজে হজম হওয়ার নয়। আমার কেরিয়ারের খুব খারাপ হার। ব্যর্থতার দায় আমি নিচ্ছি।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বললেন, ‘‘যেভাবে সিরিজ হারলাম, এটাই আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। অধিনায়ক হিসেবে সবচেয়ে খারাপ সিরিজ। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। এই হার হজম করা কঠিন। আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজে নিউজিল্যান্ড অনেক ভাল খেলেছে। প্রচুর ভুল করেছি আমরা। এত ভুল করলে জেতা যায় না। আমাদের মেনে নিতে হবে। আমরা বেঙ্গালুরু এবং পুণেতে প্রথম ইনিংসে বড় রান তুলতে পারিনি। ম্যাচে সেখানেই আমরা পিছিয়ে পড়েছি। এখানে ৩০ রানের লিড পাই। দ্বিতীয় ইনিংসে উইকেট কঠিন হলেও লক্ষ্য ছিল আয়ত্তের মধ্যেই। শুধু নিজেদের একটু প্রয়োগ করতে হত। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।’’

এরপর রোহিত স্বীকার করে নিলেন, ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ব্যর্থ হয়েছেন। বললেন, ‘‘যখন আমি কোনও ম্যাচে ব্যাট করতে যাই, তখন মাথায় অনেক কিছু আইডিয়া ঘোরে। এই সিরিজে সেটা মাথায় আসেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই সিরিজে অধিনায়ক ও ব্যাটার হিসেবে আমি সেরা জায়গায় ছিলাম না। ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। এই রকম পিচে ৩-৪ বছর ধরে আমরা খেলছি। জানি, কীভাবে খেলতে হয় এখানে। কয়েকজন যেমন, পন্থ, গিল, যশস্বী সেটা দেখিয়েওছে। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। এটাই কষ্ট দিচ্ছে।’’

এরপর অস্ট্রেলিয়া সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজ নিয়ে আশাবাদী রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় আগে আমাদের অনেকেই খেলেছে। আবার অনেকে এই প্রথম খেলবে। সবার কাছেই পাঁচ টেস্টের সিরিজ বড় চ্যালেঞ্জ। তবে পরপর দু’বার আমরা ওখানে সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটাও আমাদের সঙ্গে থাকবে। এই সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।’’

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক গাভাস্করের

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version