অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার। চলছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে ঘটল এমন ঘটনা।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের ওভালে চলছিল সেই ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মাত্র চার ওভারেই ঘটে সেই ঘটনা। ৪ ওভারে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করেছে ১০ রান। বল করতে আসেন জোসেফ, সামনে জর্ডান কক্স। ওভারের শুরুতেই দেখা যায়, জোসেফের সঙ্গে অধিনায়ক হোপকে দীর্ঘ কথাবার্তা বলতে। মূলত ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করেন তাঁরা। জোসেফের বলে কক্স একটি চার মারতেই রেগে যান তিনি। যদিও কক্সকে আউটও করেন জোসেফ। তবে ওভার শেষ হতেই মাঠ ছেড়ে ডাগ আউটে চলে যান জোসেফ। অধিনায়ক হোপের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কোচিং স্টাফেরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও ১ ওভার তিনি মাঠে নামেননি তিনি। ফলে একটি ওভার ১০ জনে খেলতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও তার পরের ওভারে আবার মাঠে ফিরে আসেন জোসেফ, কিন্তু তাঁর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যায়। তবে জোসেফের আচরণের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে।

এই ধারাভাষ্যকার মার্ক বাউচার বলেন, “মাঝেমাঝে মাঠে থাকাকালীন অধিনায়ক বা খেলোয়াড় হিসাবে আপনার রাগ হতেই পারে। তবে এ সব কাজ বন্ধ দরজার পিছনে করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, সেটাই করতে হবে।

আরও পড়ুন- বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন অজি ক্রিকেটার, বললেন, ‘এই কোহলিকে চিনি না আমি’

