Tuesday, August 26, 2025

ফের রেল দুর্ঘটনা, হাওড়ার কাছে লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস!

Date:

ভোরের আলো ফোটার আগেই রেল দুর্ঘটনার খবর শিরোনামে। এবার লাইনচ্যুত হল শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস (Shalimar Sekendrabad weekly Express) !সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসার পথে নলপুরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে (Rail Accident। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।

কেন্দ্রের অধীনস্থ ভারতীয় রেলের অপদার্থটা আর যাত্রী সুরক্ষা নিয়ে ছেলেখেলা করার ছবিটা ফের শনিবার সকালে ধরা পড়ল। শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে হঠাৎ ঝাকুনি আর তীব্র শব্দে রীতিমতো হতচকিত হয়ে যান যাত্রীরা। মনে করা হচ্ছে, যে লাইনে ট্রেনটির ঢোকার কথা ছিল, সেখানে না ঢুকে পাশের লাইনে চলে গিয়েছিল ইঞ্জিন। গতি কম থাকায় হতাহতের খবর মেলেনি। এক মহিলা সামান্য চোর পেয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা।

দুর্ঘটনা জেরে দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল ব্যাহত। সকাল থেকে যাত্রী হয়রানি ছবি খড়গপুর রেল স্টেশনে। হাওড়াতেও একই দৃশ্য। হাওড়া পুরী বন্দেভারত, জনশতাব্দী, রাউরকেল্লা এক্সপ্রেস পর পর দাঁড়িয়ে রয়েছে হাওড়াতে। চম্বলপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, হাওড়া মুম্বাই মেল প্রায় ঘণ্টা লেট, দাঁড়িয়ে রয়েছে টাটানগর স্টেশনে।  লোকাল ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয় হয়েছে বলে খবর। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে সহায়ক ট্রেন ঘটনাস্থলে পৌছে গেছে। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version