Saturday, November 29, 2025

সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ! মৃত ১, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

Date:

Share post:

রবিবার দুপুরে বীরভূমের সাঁইথিয়ায় বিনসে গ্রামে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য (Durga Prasad Bhattacharya)নামে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আচমকা বিস্ফোরণের ঘটনায় এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এরপরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন এলাকাবাসী। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ (Saithia Police)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিভিক। এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি দুর্গাপ্রসাদ অবৈধভাবে গ্যাস বেলুনের ব্যবসা শুরু করেছিলেন। বিভিন্ন বাজারে ও মেলায় গিয়ে গ্যাস বেলুন বিক্রি করতেন তিনি। রবিবার দুপুরে বেলুনে গ্যাস ভরার জন্য স্থানীয় যুবক বিপত্তাড়ন বাগদীকে ফোন করে ডাকেন । কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিপত্তাড়ন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। সাঁইথিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়।

গ্রামবাসীর অভিযোগ দুর্গাপ্রসাদ অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিলেন। এই ধরণের কাজের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেননি তিনি। এমনকি এই ব্যবসার জন্য লাইসেন্স পর্যন্ত ছিলনা। নিহতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রি। এর আগে কখনও এই ধরণের কাজ করেননি। আজ প্রায় জোর করেই তাঁকে ডেকে পাঠান অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিপত্তারণ যন্ত্র দিয়ে বেলুনে গ্যাস ভরছিলেন, সেই যন্ত্র আচমকাই ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দরজা, জানলা পর্যন্ত উড়ে গিয়েছে। দুর্গাপ্রসাদের সামনেই বিপত্তারণের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তাঁকে বাঁচানোর কোনও চেষ্টা করেননি তিনি, এমনটাই অভিযোগ এলাকার মানুষের। তাঁরা বলেন বিপত্তারণের পরিবারের ভরণপোষণের সব দায়িত্ব নিতে হবে সিভিক ভলান্টিয়ারকে। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসী, পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে রীতিমতো ধস্তাধস্তির জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...