Thursday, August 28, 2025

ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্টেই সন্তুষ্ট বাগান কোচ, করলেন দলের প্রশংসা

Date:

অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটা জিততে পারলে, শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসিকে চাপে রাখা যেত। কিন্তু ওড়িশা এফসির সঙ্গে ১-১ ড্র করে সেই সুযোগ আপাতত হাতছাড়া বাগানের । ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বেঙ্গালুরু। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান। তবে অ্যাওয়ে ম্যাচ এক পয়েন্ট পেয়ে অখুশি নন জোসে মোলিনা। একই সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সবুজ-মেরুন কোচ।

মোলিনার বক্তব্য, ‘‘দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রতিপক্ষকে সারাক্ষণ আমার ফুটবলাররা চাপে রেখেছিল। তবে ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বেশি করে ঝাঁপানো উচিত ছিল। পাশাপাশি যেভাবে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হল, তাতে আমি বিরক্ত। যাই হোক, অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট খারাপ নয়।’’

এদিকে অনেকদিন পর শুরু থেকেই মাঠে নেমেছিলেন সবুজ-মেরুনের অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট মোলিনা বলেন, ‘‘দিমি যথেষ্ট ভাল খেলেছে। আক্রমণে ভূমিকা পালন করা ছাড়াও মাঝমাঠে অনেকটা জায়গাজুড়ে খেলেছে।’’ বাগান কোচের মুখে গোলকিপার বিশাল কাইথেরও প্রশংসা শোনা গিয়েছে। মোলিনা বলেন, ‘‘বিশালও খুব ভাল খেলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেছে।’’

মোহনবাগানের পরের ম্যাচে ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে। তাই ফুটবলারদের আপাতত ছুটি দিয়েছেন মোলিনা। ততদিনে তাঁর সেরা প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টও ফিট হয়ে যাবেন বলে আশাবাদী মোলিনা।

মোহনবাগানের মতো পড়শি ক্লাব ইস্টবেঙ্গলেরও ছুটি আমেজ। রবিবার থেকেই ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। বিদেশি ফুটবলাররা অনেকেই দেশে ফিরে গিয়েছেন। ২৯ নভেম্বর লাল-হলুদের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর থেকে ফের প্র্যাকটিস শুরু করবেন ফুটবলাররা।

আরও পড়ুন- পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version