Friday, November 14, 2025

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

Date:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০২৫ সালে পাকিস্তানে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর। তবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জল্পনা। ভারত যে যাবে না পাকিস্তানকে ইতিমধ্যে সেই কথা জানিয়ে দিয়েছে আইসিসি। আর এরপরই বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে পিসিবি।

এই নিয়ে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা। এরপর আইসিসি-ও ভারতের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে। আর এতেই খুশি নয় পিসিবি। তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবি-কে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য। এমনকি হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় পিসিবি। এই নিয়েও মন্তব্য করেছে পিসিবি। এমনটাই সূত্রের খবর। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি সভাপতি জানিয়েছেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান।

সেক্ষেত্রে পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি না হয়, তাহলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version