Thursday, August 28, 2025

ভয়াবহ দূষণে শ্বাসকষ্টে ভুগছে রাজধানী! স্কুল-কলেজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

Date:

ভয়াবহ বায়ু দূষণে নাজেহাল রাজধানী (Delhi)। রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ দিল্লিবাসী। বিশেষজ্ঞদের দাবি, বায়ুদূষণের কবলে ধুঁকতে থাকা রাজধানী দিল্লিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার অর্থ হচ্ছে দিনে ২৫টি সিগারেট খাওয়ার মতো ভয়ানক। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা। যে কোনও সুস্থ লোকের ফুসফুসে প্রভাব ফেলতে পারে দিল্লির দূষণ- সরাসরি এই আশঙ্কার কথা জানাচ্ছেন দেশ-বিদেশের চিকিত্সফকরা। এই পরিস্থিতিতে শিশুদের ঘরের বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার থেকে সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাস চলছে। এবার দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, বৈশালির বিভিন্ন এলাকায় স্কুল-কলেজে ফেরানো হচ্ছে মাস্কের ব্যবহার নির্দেশ দেওয়া হচ্ছে। সব বয়সের ছাত্রছাত্রীদের মাস্ক ব্যবহার করতেই হবে- বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লির বহু স্কুল৷ অতিমারির সময় কোভিড থেকে বাঁচতে যে মাস্ক অপরিহার্য হয়ে উঠেছিল, সেই মাস্কই ফের দূষণের হাত থেকে পড়ুয়াদের নিরাপত্তা দিতে ফিরিয়ে আনছে দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলের স্কুল-কলেজ৷ হরিয়ানা সরকারও ক্লাস ফাইভ পর্যন্ত সাময়িকভাবে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে।

গত তিন-চারদিনের মতো শনিবারও দিল্লির আকাশ ছিল ধোয়ার চাদরে ঢাকা। এদিন সকালে দিল্লির বায়ুদূষণের মাত্রা গত দু দিনের তুলনায় অনেক বেশি ছিল বলে কেন্দ্রীয় সংস্থা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি জানানো হয়েছে৷ সরকারি হিসেবে এদিন সকালে দিল্লির বেশিরভাগ জায়গায় একিউআই ছিল ৪১৮-৪২০-র আশেপাশে, যা অত্যন্ত খারাপ শ্রেণির দূষণের পর্যায়ভুক্ত।

বায়ুদূষণের জেরেই দিল্লির (Delhi) বিভিন্ন প্রান্তে বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা৷ এদিন সকাল থেকেই দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা গিয়েছে শ্বাসকষ্ট সমস্যায় ভুগতে থাকা রোগীদের লম্বা লাইন। আগামী কয়েক দিনে দূষণের মাত্রা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। ফে শ্বাসকষ্ট জনিত রোগীদের পরিষেবা দিতে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছে দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ৷ পাশাপাশি রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারি ও বেসরকারি অফিসের টাইম টেবিলেও সামান্য পরিবর্তনের কথা জানিয়েছে দিল্লি সরকার৷ এর পাশাপাশি পুরোনো গাড়ি চলাচলের উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকায় যাবতীয় নির্মাণকাজের উপরেও জারি করা হয়েছে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা৷








Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version