ভূমিকম্পের কবলে গুজরাট! কেঁপে উঠলো আমেদাবাদ, গান্ধীনগর-সহ একাধিক শহর

শুক্রবারের রাতে আচমকা কেঁপে উঠলো গুজরাট (Earthquake in Gujrat)। ভূমিকম্প অনুভূত হল আমেদাবাদ, গান্ধীনগর, মেহনসা-সহ একাধিক শহরে। পালানপুর, পাটান, আমবাজি অঞ্চলেও কম্পন টের পাওয়া গেছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। রিখটার স্কেলে (Richter scale) তীব্রতা ছিল ৪.২!

গুজরাটের বানসকণ্ঠ জেলার পাটান অঞ্চলের ১৩ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল বলে জানাচ্ছে গান্ধীনগরের ‘ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ’ (Institute of Seismological Research) সেন্টার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আতঙ্কিত বাসিন্দারা।