Saturday, May 3, 2025

অশান্ত মণিপুরে টার্গেট মুখ্যমন্ত্রী! কার্ফুর মধ্যেই দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা জনতার

Date:

Share post:

দুই মন্ত্রী ও তিন বিধায়কের পর টার্গেট মুখ্যমন্ত্রী। মণিপুরে (Manipur) মুখ্যমন্ত্রী (Chief Minister) এন বীরেন সিংয়ের (N Biren Sing) বাড়িতেও ঢোকার চেষ্টা করল উন্মত্ত জনতা। শনিবার দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালানোর পর এদিন তারা পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে। জিরিবাম জেলায় ছ’জনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে দরবার করেন তাঁরা। সে সময় মুখ্যমন্ত্রী বাড়ি ছিলেন না। দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে কোনওরকমে সে যাত্রায় রক্ষা করেন মুখ্যমন্ত্রীর বাসভবন।

মণিপুর ফের অশান্ত হয়ে উঠেছে। দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। সে কারণেই শনিবার বিকেলে মণিপুরের রাজধানী ইম্ফলে (Imphal) জারি করা হয় কার্ফু (Curfew) । ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর-সহ মোট সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় একাধিক বিধি-নিষেধ। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মন্ত্রী-বিধায়কদের পর মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছে যান আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, জিরিবাম জেলায় ছ’জনকে অপরহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সেইসময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দফতরে ছিলেন। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। এর আগে শনিবার মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাপম রঞ্জন, উপভোক্তা বিষয়কমন্ত্রী এল সুসীন্দ্র সিংহ, বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের জামাতা আর কে ইমো-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের বাড়িতেও হামলা চালানো হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img
spot_img

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...