Sunday, August 24, 2025

রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েবে গ্রেফতার কোচবিহারের (Cochbihar) প্রাথমিক শিক্ষক। পুলিশি জেরায় উঠে এসেছে তারই চাঞ্চল্যকর তথ্য। আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের গোটা পোর্টাল (portal) হ্যাক (hack) করে পড়ুয়াদের টাকা সরানোরও। গোটা জালিয়াতিতে মালদহ থেকে গ্রেফতার যুবকদের সূত্র ধরেই গ্রেফতার হন প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। আদালতের নির্দেশে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ।

বিভিন্ন রাজ্যের ট্যাবের (tab) টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় এখনও পর্যন্ত বেশি যোগ পাওয়া গিয়েছে মালদহের। মালদহ (Maldah) থেকেই এখনও পর্যন্ত পাঁচটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এবার দুটি মামলা তুলে দেওয়া হল সিআইডির (CID) হাতে। মালদহ থেকে গ্রেফতার হাসেম আলি, সিদ্দিক আলি, মোবারক হোসেনদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎকে। যদিও মনোজিতের দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক (account hack) করে এই জালিয়াতি চলেছে।

তবে পুলিশের তদন্ত বলছে অন্য কথা। সেখানে উঠে এসেছে, মনোজিতের মোট ২০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে আটটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা ট্যাবের টাকা জমা পড়েছে। এমনকি এই জালিয়াতির জন্য তার স্ত্রী ও অন্যান্য আত্মীয়দের অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছে। সেখানেই পুলিশের সন্দেহ সরকারের মূল পোর্টালে (portal) ঢুকে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্ট (account) নম্বরের বদলে নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা সরাতো মনোজিৎ। একই অ্যাকাউন্টে সব টাকা জমা পড়ার সন্দেহ দূর করতে ব্যবহার করা হচ্ছিল এত অ্যাকাউন্ট। সেক্ষেত্রে পোর্টাল হ্যাক করেই এই কাণ্ড ঘটিয়েছিল মনোজিৎ ও তার সহযোগীরা, অনুমান পুলিশের।

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version